Job News: যে সমস্ত প্রার্থীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিয়মিত সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর। ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংক্ষেপে NCERT সংস্থায় হবে এবার বিপুল নিয়োগ। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। ncert.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আগ্রহী প্রার্থীরা এই বিজ্ঞপ্তি (NCERT Jobs) দেখতে পারেন এবং আবেদনও করতে পারেন। তবে তাঁর আগে দেখে নিন কোন কোন পদে নিয়োগ চলছে এবং কী যোগ্যতা লাগবে এই পদে আবেদনের জন্য। আগামী ১০ মে তারিখের মধ্যেই এই পদের জন্য আবেদন (NCERT Jobs) করে ফেলতে হবে আগ্রহী প্রার্থীদের।
শূন্যপদ
NCERT-র পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তিতে (NCERT Jobs) ৩০টি শূন্যপদের কথা বলা হয়েছিল। এর মধ্যে ৩ জন নেওয়া হবে অ্যাকাডেমিক কনসালট্যান্ট, ২৩টি পদে নেওয়া হবে দ্বিভাষিক অনুবাদক এবং বাকি ৪টি পদে নিয়োগ করা হবে জুনিয়র প্রজেক্ট ফেলো।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন
NCERT-তে নিয়োগের ক্ষেত্রে উপরিউক্ত পদের জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পাশ করে থাকতে হবে (অ্যাকাডেমিক কনসালট্যান্ট পদের জন্য), দ্বিভাষিক অনুবাদকের পদের জন্য আবেদন (NCERT Jobs) করতে হলে প্রার্থীকে অবশ্যই মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকতে হবে। একইভাবে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে জুনিয়র ফেলো হিসেবে আবেদনের জন্যেও।
বয়সসীমা
অ্যাকাডেমিক কনসালট্যান্ট পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীর বয়স কখনও ৪৫-এর উপরে হবে না। দ্বিভাষিক অনুবাদক পদের (NCERT Jobs) জন্যেও বয়সসীমা একই থাকছে। তবে, জুনিয়র প্রজেক্ট ফেলো পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
কীভাবে হবে নির্বাচন
এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই হবে প্রার্থীর নির্বাচন। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে যোগ্য প্রার্থীকে। ইন্টারভিউতে পাওয়া নম্বরের ভিত্তিতেই তৈরি হবে চূড়ান্ত তালিকা।
বেতন কত হবে
NCERT সংস্থায় উপরি-উল্লিখিত পদের জন্য নির্বাচিত হলে প্রার্থী মাসিক ৬০ হাজার টাকা বেতন পাবেন অ্যাকাডেমিক কনসালট্যান্ট হিসেবে, দ্বিভাষিক অনুবাদক হিসেবে বেতন পাবেন মাসিক ৩০ হাজার টাকা এবং জুনিয়র প্রজেক্ট ফেলো হিসেবে মাসিক ৩১ হাজার টাকা বেতন পাবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI