NCERT Saathi Portal: প্রতি বছর দেশে লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, নিট, স্টাফ সিলেকশন কমিশন ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন অনেকেই। তবে সকলের মধ্যে থেকে খুব কম সংখ্যক পরীক্ষার্থীই এই সব পরীক্ষায় সুযোগ পান। এই ধরনের পরীক্ষায় উত্তীর্ণ (NCERT Saathi Portal) হওয়া খুব একটা সহজ কাজ নয়। কোচিং সেন্টারগুলিতে প্রচুর টাকা বেতন নিয়ে পড়ানো হয়। ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষার প্রস্তুতিতে সুবিধে করে দিল এনসিআরটি (NCERT)।


ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থা সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি ফ্রি পোর্টাল চালু করেছে। এই পোর্টালে রেজিস্ট্রেশন করার পরে ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রস্তুতি নিতে পারবে। কীভাবে ব্যবহার করবেন এই পোর্টাল ?


NCERT কম্প্যানিয়ন পোর্টাল


এনসিআরটি পড়ুয়াদের জন্য একটি নতুন পোর্টাল খুলেছে সম্প্রতি যাতে তারা বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। এই পোর্টালের নাম দেওয়া হয়েছে সাথী। এই পোর্টালে রয়েছে বিনামূল্যের কোচিং প্রোগ্রাম এবং স্টাডি মেটেরিয়াল। এই পোর্টালে রেজিস্টার করার মাধ্যমে যে কোনো ছাত্র-ছাত্রী এর সুযোগ নিতে পারবেন। এর মাধ্যমে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এসএসসি ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। পড়ুয়ারা পাবেন লাইভ ক্লাস, টিউশন, এনসিআরটি ভিত্তিক বই ও ভিডিও টিউটোরিয়াল ইত্যাদি সুবিধে।


শুধু তাই নয় ভারত সরকার ডিটিএইচ পরিষেবার মাধ্যমে চ্যানেলগুলিতেও এই অনলাইন ট্রেনিং ব্রডকাস্ট করতে চলেছে। পোর্টালে একটা চ্যাটবট ইনস্টল করা হয়েছে, যা পড়ুয়াদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত এই পোর্টাল উপলব্ধ থাকবে। শুধু রবিবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে এই পোর্টালের পরিষেবা।


এভাবে করতে হবে রেজিস্ট্রেশন


এনসিআরটি সাথী পোর্টালে রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে যেতে হবে এর ওয়েবসাইটে sathee.prutor.ai-তে। তারপর নিজের নাম, ইমেল আইডি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। আর কোন পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিতে চাইছেন, তা বেছে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করার পরে লাইভ সেশনে যোগ দিতে পারবেন পড়ুয়ারা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: ATM Withdrawal: এটিএম থেকে ছেঁড়া-ফাটা নোট পেয়েছেন ? কীভাবে বদলাবেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI