NEET Exam:  ১৫ মার্চ প্রকাশ পেয়েছিল নিট এমডিএস (NEET MDS 2024) পরীক্ষার ফলাফল। তারপর ১৮ মার্চ আয়োজিত হয়েছিল পরীক্ষা। সারা দেশ জুড়ে ডেন্টাল সার্জারি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে চাইছিলেন, তাঁরা এই পরীক্ষার মাধ্যমে সেই পড়াশোনার সুযোগ পাবেন। এবারে জানা গেল আগামী ১৮ এপ্রিল প্রকাশ পেতে পারে এই পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সহজেই।


কী জানিয়েছে NBE ?


১৮ মার্চ NBE সারা দেশে আয়োজন করেছিল নিট এমডিএস পরীক্ষার। এই পরীক্ষা হয়েছিল সিবিটি মোডে অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন্স ইন মেডিক্যাল সায়েন্সেস (NEET MDS 2024) জানিয়েছে এই পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্কোরকার্ড দিয়ে এক্সাম পোর্টালে নাম নথিভুক্ত করাতে পারবে পরীক্ষার্থীরা, এমনকী জানতে পারবে কাদের কখন কাউন্সেলিং হবে। অনলাইনে তাঁদের রেজাল্ট দেখতেও পাবেম তাঁরা।


কীভাবে ফলাফল দেখবেন পরীক্ষার্থীরা ?


প্রথমেই পরীক্ষার্থীদের যেতে হবে natboard.edu.in ওয়েবসাইটে।


তারপর হোমপেজেই দেখতে পাবেন Result of NEET-MDS 2024 অপশন বা ট্যাবটি।


এই ট্যাবে ক্লিক করে একটা অপশন খুলবে Click here to view the NEET MDS 2024 result।


এখান থেকেই পরীক্ষার্থীরা নিজেদের তথ্য দিয়ে ফলাফল দেখতে পাবেন। তবে ফল প্রকাশ হবার পরেই এই সমস্ত ট্যাব ও অপশন সক্রিয় হবে ওয়েবসাইটে। ১৮ এপ্রিলের আগে এই ট্যাব দেখতে পাওয়া যাবে না।


স্কোরকার্ড দেখতে পেলে তা ডাউনলোড করে রেখে দিতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।


কীভাবে সিট বিভাজন হবে


১৯৪৮ সালের ডেন্টিস্ট অ্যাক্ট অনুসারে, এই পরীক্ষায় যতজন পরীক্ষার্থী পাশ করবেন তাঁদের জন্য বরাদ্দ মাত্র ৬২০০টি আসন যেটা কিনা ৫০ শতাংশ সংরক্ষিত জাতীয় স্তরের জন্য এবং বাকি ৫০ শতাংশ সংরক্ষিত থাকে রাজ্যের জন্য। যে সমস্ত পরীক্ষার্থী ডেন্টাল সার্জারিতে (NEET MDS 2024) স্নাতক উত্তীর্ণ হয়েছেন কোনও ডেন্টাল স্কুল থেকে এবং স্টেট ডেন্টাল কাউন্সিলে রেজিস্টার্ড হয়েছেন, তারাই এই নিট এমডিএস পরীক্ষায় বসতে পারবেন। তবে পরীক্ষার্থীদের কোনও স্বীকৃত কলেজ থেকে ১ বছরের রোটেশনাল ইন্টার্নশিপ করা থাকতে হবে।


কাট অফ কত হতে পারে


গত বছর ২০২৩ সালের নিট এমডিএস (NEET MDS 2024)  পরীক্ষায় কাট অফ উঠেছিল জেনারেল ক্যাটাগরির জন্য ৫০ পার্সেন্টাইল (২৭২ নম্বর), SC/ST/OBC-র জন্য পার্সেন্টাইল ছিল ৪০ পার্সেন্টাইল (২৩৮ নম্বর) এবং অসংরক্ষিত প্রতিবন্ধীদের জন্য কাট অফ ছিল ৪৫ পার্সেন্টাইল (২৫৫ নম্বর)। এবছরও আশা করা যায় কাট অফ নম্বর এর আশেপাশেই থাকবে।


আরও পড়ুন: NEET MDS Exam: নিট এমডিএসে ফর্ম ফিলাপ করেছেন ? কালই বেরোবে অ্যাডমিট- পরীক্ষা কবে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI