NEET MDS Admit: ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস, সংক্ষেপে NBEMS খুব শীঘ্রই প্রকাশ করবে নিট এমডিএস পরীক্ষার অ্যাডমিট কার্ড (NEET MDS Exam)। যোগ্য প্রার্থীরা তাঁদের হল টিকিট বা অ্যাডমিট কার্ড আগামীকাল অর্থাৎ ১৫ মার্চ থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। জানতে পারবেন কোথায় তাঁদের সিট পড়েছে। এমনকী পরীক্ষার দিনও ঘোষিত হয়ে গিয়েছে।
১৫ মার্চ পাওয়া যাবে অ্যাডমিট কার্ড
এর আগে গতমাসেই ডেন্টাল সার্জারি নিয়ে স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া পিছিয়ে দিয়েছিল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস। এর আগে ৯ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এই পরীক্ষা। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয় বোর্ডের তরফ থেকে। তবে এই পরীক্ষা (NEET MDS Exam) স্থগিতকরণের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণাও আছে ১৫ মার্চ, সেই রায়ের উপর ভিত্তি করে নির্ধারিত ১৮ মার্চের পরীক্ষার দিন কি ফের বদলে যাবে ? তা এখনও স্পষ্ট জানা যায়নি।
১৮ ফেব্রুয়ারি পরীক্ষা, কোথায় পরীক্ষাকেন্দ্র
আগে এমডিএস পরীক্ষা দিতে ইচ্ছুক বহু পরীক্ষার্থী নিট এমডিএস পরীক্ষা পিছিয়ে না দেওয়ার জন্য পিটিশন জমা করেছিলেন আদালতে। বলা হয়েছিল যে আগামী জুলাই মাসে হবে এই পরীক্ষা আর তা নিয়ে সমাজমাধ্যমে উৎসাহী পরীক্ষার্থীরা (NEET MDS Exam) লাগাতার বাদানুবাদ চালাতে থাকেন, কর্তৃপক্ষকে চিঠিও পাঠানো হয়। অবশেষে ১৮ মার্চ সেই পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। এমনকী উত্তর-পূর্ব ভারতে এই পরীক্ষার কোনও সেন্টার স্থির হয়নি, এই মর্মে বিতর্ক দেখা গিয়েছিল সমাজমাধ্যমে। সম্প্রতি সেই বিতর্কের নিরসন করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে স্পষ্ট জানিয়েছে যে, শিলং, নাহারলাগুন, কোহিমা, আইজল, গুয়াহাটি ও কলকাতায় রয়েছে নিট এমডিএসের পরীক্ষাকেন্দ্র।
৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার এই পরীক্ষা হবে ১৮ মার্চ।
কী যোগ্যতা দরকার
আগ্রহী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক উত্তীর্ণ হতে হবে। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। তদুপরি, ১২ মাসের একটি রোটারি ইন্টার্নশিপ থাকতে হবে প্রার্থীদের।
কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ?
- প্রথমে আগ্রহী প্রার্থীকে চলে যেতে হবে সরাসরি natboard.edu.in ওয়েবসাইটে।
- তারপর সেখানে দেখা যাবে NEET MDS 2023 admit card লিঙ্ক।
- নিজের লগ ইন ডিটেল সাবমিট করে অ্যাডমিট দেখা যাবে।
- সেই অ্যাডমিট সহজেই ডাউনলোড করে নেওয়া যাবে।
- অবশ্যই ভবিষ্যতের প্রয়জনের জন্য একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI