কলকাতা: নিট তথা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের স্নাতকোত্তর স্তরের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে।


ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস জানিয়েছে তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা যাবে।  


www.nbe.edu.in এই ঠিকানায় আগামী ১৫ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস।


যারা মেডিকেল কলেজে এমডি এমএস বা পিজি ডিপ্লোমা করতে চান তাঁদের জন্য এই রেজিস্ট্রেশন


ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস জানিয়েছে অনলাইনেই আবেদন করা যাবে।


নিট পিজি ২০২১ পরীক্ষা হবে ১৮ এপ্রিল।


পরীক্ষার ফল প্রকাশ হবে ৩১ মে।


 


এই পরীক্ষা দেওয়ার যোগ্যতামান কী?


১. পরীক্ষার্থীকে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃতিপ্রাপ্ত কোন কলেজ থেকে এমবিবিএস পাশ করতে হবে।


২. স্নাতকোত্তর আবেদনের আগে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে এমবিবিএস পাশ করার পর একবছরের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক।


৩. ৩০ জুন বা তার আগে যাদের এক বছরের ইন্টার্নশিপ শেষ হয়েছে একমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন।


 


মাস্টার অফ সার্জারি তথা এমএস- এ ১০ হাজার ৮২১ আসন আছে।


ডক্টর অফ মেডিসিন এমডি- তে ১৯ হাজার ৯৫৩টি আসন আছে।


পিজি ডিপ্লোমার ক্ষেত্রে আসন সংখ্যা ৬ হাজার ১০২।


 


বিশেষ দ্রষ্টব্য: চাকরি সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তির দিকে সবসময় নজর রাখুন। সরকারি ওয়েবসাইট ফলো করুন।


 


Education Loan Information:

Calculate Education Loan EMI