Medical Entrance Examination: নিটের মতো পরীক্ষায় বাংলার দশা বদলাতে দিশা দেখাচ্ছেন শুভম ঝুনঝুনওয়ালা। নিটে সারা দেশের মধ্যে ৯৩ স্থান অর্জন করেছেন তিনি। বাংলার যুব প্রজন্মের কাছে পরীক্ষায় সাফল্যের টিপস দিয়েছেন শুভমও। 


NEET Result 2023: পরিবারে পথ দেখিয়েছে কে ?


নিটের কৃতী জানিয়েছেন, MBBS হতে চান তিনি। আগামী দিনে নিউরোলজিস্ট হওয়াটাই তাঁর মূল লক্ষ্য। শুভম জানিয়েছেন, পরিবারে আগে কেউ ডাক্তারির পথে হাঁটেননি। দিদি রয়েছেন, তিনি পেশায় আইনজীবী। সে পরিবারের প্রথম চিকিৎসক হতে চলেছেন।


NEET-এ সাফল্যের চাবিকাঠি
কোন পথে হাঁটলে আসবে নিটে সাফল্য, তা জানিয়েছেন শুভম। বাংলার এই কৃতী বলেছেন,নিট ও বোর্ড পরীক্ষার সিলেবাস এক। তাই নিট-এর প্রস্তুতি নিলে বোর্ড পরীক্ষায় এমনিতেই পরীক্ষার্থীরা ভাল ফল করতে পারবেন। তাই নতুন করে বোর্ড নিয়ে চিন্তার কিছু থাকে না। 


মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা NEET-এ স্থান পেয়েছেন বাংলার তিনজন। যার মধ্যে ৭২০-র মধ্য়ে ৭১৫ নম্বর পেয়ে দেশে দ্বাদশ হয়েছেন সায়ন প্রধান। রাজ্যে মধ্য়ে অবশ্য প্রথম স্থানটি অধিকার করেছেন তিনি। থাকেন কলকাতার মুর অ্যাভিনিউয়ে। সায়ন কার্ডিওলজিস্ট হতে চান।


NEET Result 2023: কী বলছেন কৃতী হবু চিকিৎসক
মেডিক্যালে সর্বভারতীয় প্রবেশিকা NEET-এ এত বড় সাফল্যে খুব একটা আবেগতাড়িত হননি সায়ন। নিজেই বলেছেন,'' আমি MBBS তো পড়ব।  ডাক্তারি করাটাই মূল উদ্দেশ্য হলেও কার্ডিওলজিস্ট হতে চাই।'' নিজের সাফল্যের চাবিকাঠি আগামী পরীক্ষার্থীদের জন্যও ভাগ করে নিয়েছেন সায়ন। জানিয়েছেন, যারা নিট দিতে আসবে, তাদের জন্য একটাই টিপস-পরীক্ষার আগের বছরগুলিতে যেখান থেকে বেশি প্রশ্ন আসছে, সেগুলির জন্য আগে প্রস্তুতি নিয়ে নাও। বিশেষ করে NCERT-র বিষয়গুলি ভাল করে পড়ে নেওয়াটাই থাকবে প্রধান টিপস। কোনও ক্ষেত্রে প্রশ্ন পেয়ে যাতে মনে বিভ্রান্তি তৈরি না হয়, তাই বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা আবশ্যক। 


Medical Entrance Examination: সাধারণ পরিবারের অসাধারণ ছেলে
NEET-এ  সায়নের সফাল্যে গর্বিত তাঁর পরিবার। ছেলেকে নিয়ে বাবা প্রবীর প্রধান বলেছেন, আমি সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। আমার বাড়ির ছেলেও যে সারা ভারতে এত ভাল জায়গা পাবে সেটা আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না। আজকে স্বপ্নটা বাস্তবে রূপ পাওয়ায় আমি খুবই উচ্ছ্বসিত। ৭২০-র মধ্য়ে ও ৭১৫ পেয়েছে। একটা প্রশ্নে সন্দেহ থাকায় অ্যান্সার কিটা চেঞ্জ হওয়ায় ওর নম্বর ৭১৫ হয়েছে। না হলে আগে ৭২০ পেয়েছিল সায়ন। 


আরও পড়ুন: IRCTC Kolkata Recruitment: IRCTC পূর্বাঞ্চল কলকাতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, COPA পদে হবে চাকরির সুযোগ


Education Loan Information:

Calculate Education Loan EMI