কলকাতা: আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'আদিপুরুষ'। তবে নেপালে এই ছবির মুক্তি নিয়ে জলঘোলা হচ্ছিল বিস্তর। শেষপর্যন্ত মুক্তির কথা থাকলেও সম্প্রতি পাওয়া খবরে জানা যাচ্ছে, নিরাপত্তার কারণে নেপালে এই ছবির সকালের শো বাতিল করা হয়েছে।
ঠিক কী কারণে আপত্তি তোলা হয়েছিল?
কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন্দ্র শাহ আপত্তি তুলছিলেন ছবিতে দেখানো সীতার জন্মস্থান নিয়ে। শুধু তাই নয়, ট্যুইট করে তিনি দাবি জানিয়েছিল, যদি সীতার জন্মস্থান বদল করে সঠিক তথ্য না দেওয়া হয়, তাহলে এই দক্ষিণী ছবি সহ, কোনও ছবিই আর কাঠমাণ্ডুতে চলার অনুমতি পাবে না। এই ভিত্তিতে নেপাল সেন্সর বোর্ড গতকাল পর্যন্ত এই ছবির চলার অনুমতি দেয়নি।
আরও পড়ুন...
Make Your Life Better: প্রতিদিনের ইঁদুরদৌড়ে ক্লান্ত? জীবনযাপনে আনুন এই সহজ পরিবর্তন
কয়েকদিন আগে থেকেঅ দেশের বাইরে শুরু হয়ে গিয়েছিল টিকিটের অগ্রিম বুকিং। মিলেছে বিপুল সাড়া। খুব দ্রুত বুক হয়েছে বিদেশে 'আদিপুরুষ' ছবির টিকিট। এদিকে দেশের দর্শকের মধ্যেও বাড়ছে উত্তেজনা। এই আবহেই ১১ জুন থেকে শুরু হয়ে গিয়েছিল দেশে 'আদিপুরুষ' ছবির টিকিটের অগ্রিম বুকিং। সাধারণত যে শুক্রবার ছবির মুক্তির কথা থাকে, সেই বুধবার থেকে অগ্রিম বুকিং শুরু হয়। তবে এই ছবির ক্ষেত্রে, দর্শকের বিপুল চাহিদার কথা মাথায় রেখেই রবিবার থেকেই অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল টিকিট কাটার। প্রায় পাঁচদিন সময় পাওয়া গিয়েছিল অগ্রিম টিকিট বুক করার।
আরও পড়ুন...
Benefits of beans: হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী বিনসজাতীয় খাবার, আরও কী কী গুণ শুঁটিজাতীয় শস্য়ের?
অন্যদিকে সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিতর্কিত মন্তব্য করেছিলেন রামের জন্মভূমি নিয়ে। । তিনি দাবি করেছিলেন, শ্রীরামচন্দ্র ভারতীয় নন, তিনি নেপালি ছিলেন। তাঁর জন্মভূমি অযোধ্যা আসলে নেপালে রয়েছে, ভারতে নয়। নেপালের সাংস্কৃতিক দখলদারি ঘটেছে, তার ইতিহাস বিকৃত করা হয়েছে। অযোধ্যা মোটেই উত্তর প্রদেশে সরযূ নদীর ধারে নয়, সেটা দক্ষিণ নেপালে, থোড়ি এলাকায়, বাল্মিকী আশ্রমের কাছে।