কলকাতা: NEET-NET নিয়ে তোলপাড়, এবার আসরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Union Education Minister Dharmendra Pradhan)। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।


বিহার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত তথ্য়ও আসছে। পাটনা পুলিশ তদন্ত করছে, পুরো রিপোর্ট ভারত সরকারের কাছে পাঠাবে, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। বিহারের পুলিশের তদন্ত নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।


তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, কিছু ভুল কিছু এলাকায় হয়েছে। পুরো তথ্য় জানার পরে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। NTA হোক বা NTA-এর যে কোনও বড় ব্যক্তিই হোক। দোষী পাওয়া গেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 'কারও স্বার্থে ছাত্র-ছাত্রীদের জন্য পণবন্দি না করা হয়। ছাত্র-ছাত্রীদের স্বার্থরক্ষাই আমাদের প্রাথমিকতা', আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। মেডিক্যাল এন্ট্রান্সে প্রয়োজনে সংশোধনীর আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর


একটি হাই-লেভেল কমিটি তৈরি করছে সরকার। টেকনোক্র্যাট, শিক্ষাবিদ, সাইকোলজিস্ট-সমাজের একাধিক বিদগ্ধ ব্যক্তিদের নিয়ে কমিটি তৈরি করা হবে। তাদের সুপারিশ অনুযায়ী, NTA-তে প্রয়োজনীয় বদল হবে। 'জিরো এরর' পরীক্ষার জন্য কাজ করছে সরকার, আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। এই ঘটনায় কোনও ধরনের গুজব যেন না ছড়ানো হয়, রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে যেন দেখা না হয়- এমনই আবেদন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। দেশের গরিব শিক্ষার্থী যাঁরা পরিশ্রম করে ভাল ফল করেছে, কিছু বিক্ষিপ্ত ঘটনার জন্য তাঁদের ক্ষতি না হয়, আবেদন ধর্মেন্দ্র প্রধানের।


UGC-NET বাতিল ইস্যু:
'৩টের সময় খবর আসে, ডার্ক নেটে প্রশ্নপত্র এসে গিয়েছে। সেই প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়। সেটা মিলে যায়। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, এই পরীক্ষা বাতিল করা হবে। এবং যাবতীয় তথ্য় সিবিআইয়ের হাতে দেওয়া হয়', জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, 'আমরা এই দায় নিচ্ছি। আমরা এই ব্য়বস্থা ঠিক করব। যে পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও গবেষক আসবেন। তার মান ও স্বচ্ছতা রাখা প্রয়োজন। সেই কারণেই পরীক্ষা বাতিল করা হয়েছে।'


৪ জুন লোকসভা ফল প্রকাশ হয়েছিল। সেদিনই প্রকাশিত হয়েছিল NEET- (NEET Exam)এর ফলও। পরদিন থেকেই ওই পরীক্ষার ফল নিয়ে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয় গোটা পরীক্ষা। তার কয়েকদিন পরেই ফের ধাক্কা। ১৯ জুন UGC-NET বাতিল করা হয়। পরীক্ষা প্রক্রিয়ার তুমুল অনিয়ম ধরা পড়েছে বলে ১৮ জুন হওয়া নেট পরীক্ষা পুরো বাতিল করে দেওয়া হয়। ওই পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গড়মিলের তথ্য তুলে দেওয়া হয় CBI-এর হাতে। শীঘ্রই নতুন করে পরীক্ষা নেওয়া হবে হলে জানানো হয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রবল গরমের দোসর বার্ড ফ্লু আশঙ্কা! অন্তঃসত্ত্বারা খেয়াল রাখবেন কী কী? জানাচ্ছেন চিকিৎসক


Education Loan Information:

Calculate Education Loan EMI