NEET-UG 2021 Update: পিছচ্ছে না পরীক্ষা, NEET-UG 2021 পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা

এদিন পরীক্ষা প্রসঙ্গে মুখ খোলেন NTA-এর ডিজি বীনিত জোশি। তিনি বলেন, ''NEET পরীক্ষার সঙ্গে CBSE বোর্ড পরীক্ষার দিনের কোনও সংঘাত ঘটছে না। তাই আগের ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর পরীক্ষা হবে।''

Continues below advertisement

নয়াদিল্লি: বিভিন্ন তরফের অনুরোধ সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড় রইল ন্যাশনাল টেস্টিং এজেন্সি National Testing Agency(NTA)। শুক্রবার এজেন্সির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, National Eligibility-cum-Entrance Test (NEET) 2021-র দিন কোনওভাবেই পিছনো হচ্ছে না।

Continues below advertisement

কী বললেন এনটিএ-র ডিজি ? (National Testing Agency on NEET-UG)
সম্প্রতি NEET-এর পাশাপাশি CBSE বোর্ড পরীক্ষা প্রায় একসঙ্গে পড়ে যাওয়ার দাবি করে পরীক্ষার্থীরা।যার জেরে NEET পিছিয়ে দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এদিন সেই প্রসঙ্গে মুখ খোলেন NTA-এর ডিজি বীনিত জোশি। তিনি বলেন, ''NEET পরীক্ষার সঙ্গে CBSE বোর্ড পরীক্ষার দিনের কোনও সংঘাত ঘটছে না। তাই আগের ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর পরীক্ষা হবে।''

সম্প্রতি একই কথা শোনা গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। সরকারের তরফে বলা হয়, NEET-UG পরীক্ষা পিছলে তা ফের সূচিতে আনতে কমপক্ষে ২ মাস সময় লাগবে। এমন হতে পারে, এর জন্য অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে পরীক্ষা। যা কখনোই কাম্য নয়। CBSE পরীক্ষার সূচি বলছে, ৬ সেপ্টেম্বর রয়েছে বায়োলজি পরীক্ষা, ১২ -এর  ফিজিক্স পরীক্ষা ৯ সেপ্টেম্বর। এক সপ্তাহে CBSE ১২ ক্লাসের এই দুই পরীক্ষা রয়েছে। এই সপ্তাহেই পড়েছে NEET-UG 2021-এর পরীক্ষা। ১২ সেপ্টেম্বর হতে চলেছে এই পরীক্ষা।

পরীক্ষার দিন বদলের দাবি (IWPA Writes To NTA, Education Ministry)
সম্প্রতি NEET-UG 2021 পরীক্ষার দিন পিছনোর জন্য  NTA-এর জয়েন্ট ডিরেক্টর ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে আবেদন জানান  প্রেসিডেন্ট ইন্ডিয়া ওয়াইডপ্যারেন্টস অ্যাসোসিয়েশন লইয়ার অনুভা শ্রীবাস্তব। তিনি বলেন, '' ছাত্রছাত্রীরা যাতে সিবিএসই-র পরীক্ষা দিয়ে সুস্থভাবে নিট পরীক্ষা দিতে পারেন, তার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে NEET-UG 2021 পরীক্ষা আরও ১০ দিন পিছিয়ে দেওয়া হোক।'' অগাস্টের২৫ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত রয়েছে CBSE ১২-এর  (improvement and compartment exams)        

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola