NEET UG 2024: এই দিন থেকে শুরু হবে নিট ইউজির কাউন্সেলিং, জানুন সম্পূর্ণ সূচি

NEET UG Counselling 2024: NEET কাউন্সেলিংয়ের আগে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মোট ৭৩১টি মেডিকেল কলেজ রয়েছে দেশে, আর সেই মেডিকেল কলেজগুলিতে একত্রে ১ লাখ ১২ হাজারেরও বেশি পড়ুয়াদের জন্য আসন রয়েছে।

Continues below advertisement

NEET UG: নিট ইউজি পরীক্ষা উত্তীর্ণদের অপেক্ষার প্রহর শেষ এবার। মেডিকেল কাউন্সেলিং কমিটি (MCC) এবার জানিয়েছে নিট ইউজি ২০২৪-এর কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তারা জানিয়েছে আগামী ১৪ অগাস্ট থেকেই শুরু হবে নিট ইউজির কাউন্সেলিং। এদিন থেকে প্রথম রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে পরীক্ষার্থীদের। এর পরেও যদি আসন খালি থাকে তাহলে আবার একবার কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে পরীক্ষার্থীকে।

Continues below advertisement

সীমিত আসনের জন্য হবে এই কাউন্সেলিং

NEET কাউন্সেলিংয়ের আগে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। মোট ৭৩১টি মেডিকেল কলেজ রয়েছে দেশে, আর সেই মেডিকেল কলেজগুলিতে একত্রে ১ লাখ ১২ হাজারেরও বেশি মেডিকেল পড়ুয়াদের জন্য আসন রয়েছে। সরকারি ও বেসরকারি কলেজের আসন আলাদা করে দেখলে সরকারি কলেজে আসন রয়েছে ৫৬ হাজার এবং বেসরকারি কলেজে মোট ৫২ হাজার আসন রয়েছে। এই সমস্ত আসনের জন্য ১৪ অগাস্ট থেকে কাউন্সেলিং শুরু হবে।

পাঁচটি ধাপে সম্পন্ন হবে এই প্রক্রিয়া

এই কাউন্সেলিংয়ের বিভিন্ন ধাপ থাকবে। এই ধাপগুলি প্রতিটি পর্যায়ে মেনে চলা হবে। কীভাবে হবে, কী কী সেই ধাপ দেখে নেওয়া যাক।

রেজিস্ট্রেশন

প্রথম ধাপেই নিট উত্তীর্ণ প্রার্থীদের এমসিসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। শুধুমাত্র এখানে ফি দিতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

চয়েস ফিলিং

এরপরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়া প্রার্থীরা পাবেন চয়েস ফিলিংয়ের সুযোগ। আপনার পছন্দের কলেজ এবং পছন্দের কোর্স বেছে নিতে হবে। এর একটি অগ্রাধিকার তালিকা প্রস্তুত করতে হবে।

চয়েস লকিং

এর পরের ধাপে প্রার্থীদের তাদের পছন্দকে লকিং করতে হবে। এর পরে পরীক্ষার্থীরা আর কখনও কলেজ বা কোর্স বদল করতে পারবে না। একবার লকিং হয়ে গেলে আর তা আনলক করা যাবে।

ভেরিফিকেশন

প্রার্থীদের পূরণ করা পছন্দের কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে নথি ও প্রার্থীকে যাচাই করা হবে।

সিট অ্যালটমেন্ট

কলেজ বা বিশ্ববিদ্যালয়, উপলব্ধ আসন, যোগ্যতার ভিত্তিতে এবং কাট অফের কথা মাথায় রেখে একটি ফলাফল প্রকাশ করবে মেডিকেল কাউন্সেলিং কমিটি। প্রার্থীরা এই বিষয়ে বিরোধিতা করতে পারেন, চ্যালেঞ্জ জানাতে পারেন এবং তারপর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bagless Days: 'স্কুলের ব্যাগটা বড্ড ভারী', ব্যাগমুক্ত ১০ দিনে কি হবে সুরাহা ? পদে পদে চ্যালেঞ্জও রয়েছে বিস্তর

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola