NEET Exam: নিট পরীক্ষার দিনক্ষণ এর আগেই ঘোষিত হয়ে গিয়েছিল। ২০২৪ সালে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট পরীক্ষা শুরু হবে আগামী ৫ মে থেকে। তবে এখনও সেই পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়নি। জানা যাচ্ছে আর দিন-দুয়েকের মধ্যেই শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন। তবে এখনও ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA কোনও স্পষ্ট তারিখ ঘোষণা করেনি। নিট পরীক্ষার (NEET UG 2024) জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটেই এই সংক্রান্ত সমস্ত তথ্য ও আপডেট জানতে পারবেন আগ্রহী পরীক্ষার্থীরা। যে সমস্ত পরীক্ষার্থীরা স্নাতক স্তরের মেডিকেল এন্ট্রান্স টেস্ট বা ডেন্টাল সায়েন্সের এন্ট্রান্স টেস্ট দিতে চাইছেন, তাঁদের সকলকেই এই পরীক্ষায় বসতে হবে এবং অনলাইনে আবেওদনপত্র পূরণ করে জমা দিতে হবে।


কবে পরীক্ষা


মে মাসের প্রথম রবিবার অর্থাৎ ৫ মে সারা দেশজুড়ে আয়োজিত হবে এই নিট পরীক্ষা (NEET UG 2024)। জানা গিয়েছে এই পরীক্ষার জন্য প্রায় ২২ লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী আবেদন করতে চলেছেন। এই সপ্তাহেই শুরু হতে পারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।


গুরুত্বপূর্ণ সময়


নিট পরীক্ষার (NEET UG 2024) জন্য উৎসাহী ছাত্র-ছাত্রীদের বেশ কিছু দিনক্ষণ এবার মনে রাখতে হবে। ফেব্রুয়ারি মাসেই হয়ে যাবে এই পরীক্ষার রেজিস্ট্রেশন। চলবে মার্চ মাস পর্যন্ত। তারপর এপ্রিল মাস পর্যন্ত আবেদনে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে। মে মাসের ৫ তারিখে নির্ধারিত পরীক্ষা আর তার আগে আগেই প্রকাশ পাবে পরীক্ষার অ্যাডমিট কার্ড। তারপর জুন মাসে জানা যাবে পরীক্ষা ফলাফল।


কীভাবে রেজিস্ট্রেশন করবেন ?



  • প্রথমে নিট পরীক্ষার সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট nta.nic.in-এ যেতে হবে পরীক্ষার্থীকে।

  • তারপর NEET UG 2024 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

  • ব্যক্তিগত সমস্ত বিবরণ জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষার্থীকে।

  • এরপর সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করে ফি জমা করতে হবে।

  • মনে রাখতে হবে, রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীদের ছবি, স্বাক্ষর, শিক্ষাগত নথি, আইডি প্রমাণের স্ক্যান কপি আপলোড করতে হবে। সমস্ত নথিও নির্ধারিত ফরম্যাটে আপলোড করতে হবে।

  • NEET UG 2024-এ ইংরেজি, হিন্দি, অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালম সহ ১৩টি বিভিন্ন ভাষায় পরীক্ষা দেওয়া যাবে।


পরীক্ষার প্যাটার্ন


এই পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে যার মধ্যে ১৮০টি উত্তর করতে হবে যার মোট নম্বর ৭২০। সব প্রশ্ন হবে MCQ ফর্ম্যাটে। পদার্থবিদ্যা ও রসায়ন থেকে থাকবে ৪৫টি প্রশ্ন এবং জীববিদ্যা থেকে আসবে ৯০টি প্রশ্ন।


আরও পড়ুন: PNB SO 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ, শুরু আবেদন প্রক্রিয়া, কীভাবে করবেন?


Education Loan Information:

Calculate Education Loan EMI