PNB SO 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) অর্থাৎ পিএনবি (PNB) - তে স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ হতে চলেছে। এই নিয়োগের জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া (Application Process) অর্থাৎ আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে www.pnbindia.in পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই অফিশিয়াল ওয়েবসাইটে। অনলাইন পরীক্ষা হতে পারে মার্চ কিংবা এপ্রিল মাসে। মোট ১০২৫টি শূন্যপদ রয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়া চালু থাকবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পিএনবি কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষা নেবে আবেদনকারীদের। এরপর থাকবে পার্সোনাল ইন্টারভিউ। অথবা শুধু পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতেও যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হতে পারে। কতজন প্রার্থী আবেদন জানাচ্ছেন, গোটা বিষয়টি তার উপর নির্ভর করবে। লিখিত পরীক্ষা হবে অনলাইনে, মোট ১০০ নম্বরের। ২ ঘণ্টা ধরে চলবে এই পরীক্ষা। আর পার্সোনাল ইন্টারভিউয়ের ক্ষেত্রে থাকবে ৫০ নম্বর।
কীভাবে আবেদন জমা দিতে পারবেন, দেখে নিন সহজ কয়েকটি পদ্ধতি
- প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট www.pnbindia.in এখানে যেতে হবে আবেদনকারীদের।
- পরবর্তী পর্যায়ে হোমপেজে পাবেন একটি কেরিয়ার ট্যাব, সেখানে ক্লিক করতে হবে আবেদনকারীদের।
- এরপরের ধাপে RECRUITMENT FOR 1025 POSTS OF SPECIALIST OFFICERS UNDER HRP 2024-2 - এর জন্য যে রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করতে হবে।
- এবার ভালভাবে দেখেশুনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
- ফর্মের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে
- এছাড়াও জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি (যে ক্যাটেগরির আবেদনকারী সেখানকার সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে)।
- ফর্ম জমা দেওয়ার আগে অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করার আগে ভালভাবে একবার দেখে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম।
- এবার ফর্ম জমা দিতে হবে এবং ভবিষ্যতের প্রয়োজনের স্বার্থে ফর্মে একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেওয়া প্রয়োজন।
- অফিসার-ক্রেডিট- ১০০০
- ম্যানেজার-ফোরেক্স- ১৫
- ম্যানেজার-সাইবার সিকিউরিটি- ৫
- সিনিয়র ম্যানেজার-সাইবার সিকিউরিটি- ৫
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ূন- আইডিবিআই ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? শূন্যপদ কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI