কলকাতা: আগামী ৫ মে অনুষ্ঠিত হতে চলেছে ন্য়াশনাল এলিজিবিলিট কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট ইউজির পরীক্ষা। এবার সেই পরীক্ষার জন্যই আবেদনের সময়সীমা বাড়ানো হল। সোমবার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। অর্থাৎ যাদের মারফত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাতে বলা হয়েছে, আগামী ৯ ও ১০ এপ্রিলও খোলা থাকবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির রেজিস্ট্রেশন উইন্ডো। এই দুই দিনই রেজিস্ট্রেশন করা যাবে। ১০ এপ্রিল রাত ১০ টা বেজে ৫০ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও, আরও বেশ কিছু তথ্য বিশদে জানিয়েছে এনটিএ। 


কবে, কখন শেষ হচ্ছে রেজিস্ট্রেশন ?


ন্যাশনাল টেস্টিং এজেন্সির নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ ও ১০ এপ্রিল অর্থাৎ বুধবার পর্যন্ত খোলা থাকবে রেজিস্ট্রেশন উইন্ডো। এর পর বন্ধ হয়ে যাবে ১০ এপ্রিল রাত ১০ টা বেজে ৫০ মিনিট নাগাদ। তবে পেমেন্ট উইন্ডো সঙ্গে সঙ্গে বন্ধ করা হবে না বলে জানিয়েছে এনটিএ। ১১ টা বেজে ৫০ মিনিট পর্যন্ত খোলা থাকবে ওই উইন্ডো। এর পর পেমেন্ট উইন্ডোও বন্ধ হয়ে যাবে।


সবার অনুরোধেই…


বুধবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তাতে বলা হয়, এই পরীক্ষার সঙ্গে জড়িত সকলের অনুরোধে আর দুটো দিন এই রেজিস্ট্রেশন উইন্ডো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ওয়ান টাইম ওপরচুনিটি, সো অ্যাপ্লাই কেয়ারফুলি অর্থাৎ একবারের সুযোগ, তাই খুব যত্নশীল হয়ে আবেদন করুন।


কী কী লাগবে রেজিস্ট্রেশনের সময় ?


ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওই পোস্টে মূল বিজ্ঞপ্তির ছবি পোস্ট করা হয়। তাতে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের কথাও উল্লেখ করা হয়েছে। একজন প্রার্থীকে আবেদন করতে হলে সঙ্গে আধার কার্ড, ডিজি লকার, এবিসি আইডি, পাসপোর্ট, প্যান কার্ড, স্কুল বা যেকোনও সচিত্র সরকারি পরিচয়পত্র রাখতে হবে। প্রসঙ্গত, একই সঙ্গে বলা হয়, এই সুযোগ একবারের জন্যই। ফলে পড়ুয়ারা যেন ঠিকমতো বুঝে আবেদন করে। এছাড়াও, অতিরিক্ত তথ্য জানতে হলে মূল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তা পড়ার কথাও বলা রয়েছে বিজ্ঞপ্তিতে।


ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আরও পড়ুন - Viral Video: যানজটের মাঝেই UPSC প্রস্তুতি ! Zomato ডেলিভারি বয়ের অধ্যবসায় নজর কাড়ল নেটদুনিয়ার


Education Loan Information:

Calculate Education Loan EMI