কলকাতা: কথায় বলে, কোনও কিছুর জন্য একাগ্রভাবে প্রস্তুতি নিলে তা ঠিক হাসিল হয়। অনেকের মধ্যেই সেই প্রাণপণ চেষ্টা দেখা যায়। এবার তেমনটাই দেখা গেল এক জোম্যাটো ডেলিভারি বয়ের মধ্যে। রাস্তার প্রচন্ড জ্যামের মধ্যেই তাঁকে পরীক্ষার প্রস্তুতি নিতে দেখা গিয়েছে। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিয়োটি।


জ্য়ামের মধ্যেই ইউপিএসসি-এর প্রস্তুতি


রাস্তার প্রচন্ড জ্যাম। তার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে জোম্যাটোর ডেলিভারি পার্সন। পিঠে ব্যাগ। খাবার ভর্তি। কাস্টমারের ঠিকানার দিকে ছুটছে বাইক। সময়ের মধ্যে পৌঁছতে না পারলে নানা অভিযোগ ও বেতন কাটার ভয় রয়েছে। এর মধ্যেই হঠাৎ সিগনালে দাঁড়িয়ে পড়তে হল জোম্যাটোর ডেলিভারি পার্সনকে। কিন্তু তাঁরও একরকম ব্যস্ততা রয়েছে। সেটা শুধু খাবার পৌঁছে দেওয়ার নয়। বরং নিজের জীবনের লক্ষ্য অর্জনের জন্য় প্রস্তুতির ব্যস্ততা। স্বাভাবিকভাবে সারাদিন কাজ করে খুব কম সময়ই সেই প্রস্তুতির জন্য মেলে। আর তাই ট্রাফিক জ্যামের মাঝেই মোবাইলে অ্যাপ খুলে ভিডিয়ো দেখতে শুরু করে দেয় ওই যুবক। সম্প্রতি এই ভিডিয়োই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এক্সে আয়ুস সাংভি নামে এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করেন। জ্যামের মধ্যেই এক যুবককে ইউপিএসসি প্রস্তুতির ভিডিয়ো শুনতে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে।


এক্সে ভাইরাল ভিডিয়ো


জ্যামের মধ্যে ইউপিএসসি-এর প্রস্তুতির ভিডিয়ো এক্সের শেয়ার করে আয়ুস সাংভি লেখেন, ‘এই ভিডিয়ো দেখার পর আমার মনে হয় না, মন দিয়ে পড়াশোনা করতে আর কোনও মোটিভেশন লাগবে।’ প্রসঙ্গত, আয়ুস সাংভি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পরবর্তীকালে একজন এডুকেটর হিসেবেই সুখ্যতি পেয়েছেন তিনি। তাঁর এক্সে এই ভিডিয়ো ছাড়াও রয়েছে বেশি কিছু শিক্ষামূলক ভিডিয়ো।


ভিডিয়ো দেখে নেটিজেনদের বক্তব্য 


ভিডিয়ো দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই যুবকের পড়াশোনার ইচ্ছেকে সম্মান জানিয়েছেন অনেকে। এক নেটিজেন লেখেন, এই ভাবে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে দেখে সত্যিই ভাল লাগছে। আরেক নেটিজেন লেখেন, এই চেষ্টাকে সম্মান জানাই। অন্য এক নেটিজেনের কথায়, এই যুবকটি সত্যিই অনেকের কাছে বড় অনুপ্রেরণা। তবে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেল ভিডিয়োটির কমেন্ট সেকশনে। এক নেটিজেন লেখেন, এভাবে রাস্তার মাঝে ভিডিয়ো দেখলে বড়সড় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে। অন্য আরেক নেটিজেনের বক্তব্য, সবাইকেই কোনও না কোনওভাবে লড়াই করতে হয়। 


আরও পড়ুন - Rain Tax: বৃষ্টির জন্যও এবার মোটা অঙ্কের কর ! কাদের গুণতে হবে ? কেন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI