কলকাতা: স্নাতক স্তরে মেডিক্যালের (NEET UG) প্রবেশিকা পরীক্ষায় বড়সড় বদল। বদলে যাচ্ছে পরীক্ষায় বসার যোগ্যতামান। বুধবার ২০২৪ সালের নিট ইউজি-র সম্পূর্ণ পাঠ্যক্রম প্রকাশ করেছে জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)। যেখানে সিলেবাসে একাধিক বদলের কথা বলা হয়েছে। পাশাপাশি এই পরীক্ষায় আবেদনকারীদের ক্ষেত্রে নিয়মেও ছাড় দেওয়া হয়েছে। আগামী বছর থেকেই চালু হবে নয়া নিয়মবিধি। 


বদলে যাচ্ছে যোগ্যতামান: ২০১৮-তে সুপ্রিম কোর্টে হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদার্থবিদ্যা (Physics), রসায়ন (Chemistry), জীববিজ্ঞান (Biology) বা জৈবপ্রযুক্তি (BioTechnology) এবং ইংরেজি অতিরিক্ত বিষয় হিসাবে থাকবে, তাঁরাও এবার থেকে স্নাতক স্তরে নিটে (NEET UG) বসতে পারবেন। এর আগে পূর্ব নির্ধারিত যোগ্যতা অনুযায়ী যাঁদের আবেদনপত্র আগে খারিজ করা হয়েছিল, তাঁরা নতুন ভাবে আবেদন করতে পারবেন। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের জারি করা নোটিস অনুযায়ী, উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশের সময়ে জীববিজ্ঞান না থাকলেও চলবে। তবে নিট-এ বসার আগে ওপেন স্কুল কিংবা অন্য কোনও বোর্ড থেকে পাশ করে নিতে হবে সমতুল্য সিলেবাসের জীববিজ্ঞান। আগামী বছর অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে এই নিয়ম।


জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের সূচি ঘোষণা :  এদিকে জয়েন্ট এন্ট্রান্সের (অ্যাডভান্স) ২০২৪- এর দিন ঘোষণা করা হল। আগামী বছর ২৬ মে এই পরীক্ষা হবে। দিন ঘোষণার পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি জানিয়েছে, দু'দফায় নেওয়া হবে এই পরীক্ষা। প্রথম দফার পরীক্ষা হবে ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয় দফার পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। আগামী বছর ২১ এপ্রিল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। শেষ হবে ৩০ এপ্রিল। জয়েন্ট এন্ট্রান্সের (মেন) পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই পরীক্ষায় বসা যাবে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের (মেন)- এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। যেসব পড়ুয়ারা IIT বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.টেক করতে চান তাঁরা এই পরীক্ষায় বসতে পারেন। জয়েন্ট এন্ট্রান্সের (অ্যাডভান্স) ২০২৪-এর ফি জমা দেওয়ার শেষ দিন আগামী বছর ৬ মে। ওই দিন বিকেল ৫টার মধ্যে ফি জমা দিয়ে দিতে হবে। 


আরও পড়ুন: JEE Advanced 2024: ইঞ্জিনিয়ারিং পড়তে চান? আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের সূচি ঘোষণা


Education Loan Information:

Calculate Education Loan EMI