কলকাতা: সুপ্রিম কোর্টে আজ ফের NEET মামলার শুনানি। তার আগে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে বড়সড় দাবি NTA-এর।
বুধবার সুপ্রিম কোর্টে (SC on NEET Scam) হলফনামা দিয়ে NTA জানাল, NEET UG-তে গণহারে অনিয়মের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। নম্বরের ক্ষেত্রেও কোনও নির্দিষ্ট অঞ্চলের পরীক্ষার্থীদের সুবিধা দেওয়ার প্রমাণ নেই। আইআইটি মাদ্রাজ ও বিশেষজ্ঞরা পরীক্ষার ফল বিশ্লেষণ করে কোনও অস্বাভাবিকতা পাননি বলে দাবি। পাশাপাশি, সোশাল মিডিয়া ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি ও ভিডিও নকল বলে জানানো হয়েছে। এনটিএ তথ্য অনুসন্ধান করে দেখছে পরীক্ষার্থীদের পাওয়া নম্বরে কোনও অস্বাভাবিকতা নেই। আজ ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এই মামলা শুনেছিলেন। তাঁরাই ১১ জুলাইয়ে ফের শুনানির তারিখ ধার্য করেছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI