নয়াদিল্লি: তিনি দেশের রাষ্ট্রপতি (Indian President)। তিনি গোটা দেশের অভিভাবক। দেশের সামরিক, প্রশাসনিক স্তরে অনেক কঠিন সিদ্ধান্ত তাঁরই থাকে। কিন্তু ব্যাডমিন্টন হাতেও যে এভাবে চমক দেখাবেন কে জানত? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Drupadi Murmu) ব্য়াডমিন্টন (Badminton) খেলার একটি ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল এই মুহূর্তে। নিজের সোশ্য়াল মিডিয়াতেই পোস্ট করেছিলেন রাষ্ট্রপতি। সেখানে দেখা যাচ্ছে যে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়ালের (Saina Nehwal) সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতেছেন দ্রৌপদী মুর্মু। এক গেমে সাইনাকে হারিয়েও দিয়েছিলেন তিনি।

 

বুধবার রাষ্ট্রপতির সোশ্যাল মিডিয়ায় থেকে একটি পোস্ট করা হয় রাষ্ট্রপতি ভবনের। সেখানে দেখা যায় রাষ্ট্রপতি ভবনের ব্যাডমিন্টন কোর্টে শাড়ি ছেড়ে গোলাপি রংয়ের সালোয়ার কামিজ পরে ছিলেন। পায়ে ছিল সাদা স্পোর্টস শ্যু। কাঁধে ওড়না বেঁধে দেশের প্রথম নাগরিককে ব্যাডমিন্টন কোর্টে দেখা গেল খেলতে। সাইনা নেহওয়াল দেশের ব্যাডমিন্টন এরিনায় বিখ্য়াত নাম। ৬৬ বছরের দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। রাষ্ট্রপতি কিন্তু বেশ কয়েকবার ভাল সার্ভ করলেন দেশের অলিম্পিয়ান ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে। 

সামনেই প্য়ারিস অলিম্পিক্স। টুর্নামেন্টে মোট ৮২ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিতে চলেছেন। টুর্নামেন্টে পদক জয়ের ইন্যতম দাবিদার অন্তিম পাঙ্ঘাল। অন্তিম পাঙ্ঘাল প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন এই কুস্তিগীর কিশোরী।

বক্সিংয়ে ২ বারের বিশ্বচ্য়াম্পিয়ন নিখাত জারিন এখনও পর্যন্ত অলিম্পিক্সে কোনও পদক জেতেননি। তবে প্যারিস অলিম্পিক্সে পদক আসতে পারে।
২০২২ এশিয়ান গেমসে ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার চারটি পদক জিতেছেন। পুরুষদের ৫০ মিটার রাইফেল ইভেন্টে ২৩ বছরের এই শ্যুটার অলিম্পিক্সে ভারতের পদকের সম্ভাবনা উজ্জ্বল করছেন।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতের পুরুষ হকি দল। প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের দাবিদার ভারতের হকি দল।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের মহিলা বক্সার লভলিনা বড়গোঁহাই। প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে লভলিনার। বিশ্ব ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন লভলিনা।