NEET UG 2024: নিট ইউজি-র ফলাফলে অসঙ্গতি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। বিরোধী রাজনৈতিক দলগুলির প্রবল চাপ রয়েছে যাতে সুপ্রিম কোর্টের নিযুক্ত কোনও তদন্তকারী দল এই বিষয়ে খতিয়ে তদন্ত করে। এই দাবিতে অভিযোগপত্রও জমা পড়েছে শীর্ষ আদালতে। সেই অভিযোগ বিচার-বিবেচনা করে শীর্ষ আদালত (NEET UG 2024) জানিয়েছে যে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে এবং এর জন্য এনটিএ-কে জবাব দিতে হবে। আর এই আবহেই আজ রবিবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) সংবাদমাধ্যমে জানান যে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NEET UG Results Controversy) সংস্থার অনেক উন্নতিসাধনের প্রয়োজন আছে। এই অসঙ্গতির আড়ালে কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়ার বার্তাও দেন শিক্ষামন্ত্রী।


আজ রবিবার ওড়িশায় তাঁর নির্বাচনী এলাকায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান যে, নিট ইউজিকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে দুটি জায়গায় কিছু অব্যবস্থার কথা জানা গিয়েছে। তিনি এ বিষয়ে স্পষ্টই বলেন, 'প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে সময় কম থাকায় কিছু পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত দুই জায়গায় কিছু অনিয়মের ছবি প্রকাশ্যে এসেছে। আমি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করছি, সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আমরা সব তথ্য পেয়েছি। এই বিষয় নিয়ে অবশ্যই একটি সিদ্ধান্ত নেওয়া হবে।'


শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অত্যন্ত কঠোরভাবে জানান, 'যদি দেখা যায় এনটিএ-র ঊর্ধ্বতন কর্মীরা দোষী সাব্যস্ত হয়েছেন, তাহলেও তাদের রেহাই দেওয়া হবে না। এনটিএ-তে অনেক উন্নয়নসাধন দরকার। এ নিয়ে সরকার বেশ উদ্বিগ্ন। কোনও অপরাধীকেই ছাড়া হবে না। দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কঠোরতম শাস্তি।'


এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন, সেই সময় বলেছিলেন যে, সরকার কোনওভাবেই পরীক্ষা পরিচালনায় অসদুপায় অবলম্বন ও অনিয়মকে রেহাই দেবে না। নিট ইউজি ২০২৪-কে ঘিরে দেশের নানা জায়গায় নানারকম অভিযোগ উঠছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এমনকী পরপর ৬৭ জন নিট ইউজি ২০২৪-এ ৭২০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন এই বছর, আবার গ্রেস নম্বর দেওয়া নিয়েও বিতর্ক উঠেছে।


আরও পড়ুন: Recruitment News: CBSE দফতরে বিভিন্ন পদে চাকরির সুযোগ, বেতন শুরু ৫৬ হাজার থেকে- কীভাবে আবেদন ?


Education Loan Information:

Calculate Education Loan EMI