CBSE Recruitment: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দফতরে কাজের সুযোগ। অনেকগুলি পদে কর্মী নিয়োগ হবে এই সংস্থায়। ৫৬ বছরের মধ্যে বয়স হলেই এই সমস্ত পদের জন্য আবেদন করা যাবে, তবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই হবে এই নিয়োগ (CBSE Recruitment)। দেখে নিন কতগুলি শূন্যপদ আছে সিবিএসই সংস্থায়, কীভাবেই বা আবেদন করবেন এবং প্রার্থী নির্বাচন কীভাবে হবে।


শূন্যপদ


সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE Recruitment) দফতরে মোট ২৯টি শূন্যপদে লোক নেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে। নিচে কোন পদের জন্য কতজন লোক নেওয়া হবে তাঁর তালিকা দেওয়া হল-


রিজিওনাল ডিরেক্টর – ২


জয়েন্ট সেক্রেটারি – ৩


অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (মিডিয়া রিলেশন) – ১


অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (ভিজিলেন্স) - ১


অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ) – ১


ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক্স) – ২


আন্ডার সেক্রেটারি (অ্যাকাডেমিক্স) – ৪


অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (অ্যাকাডেমিক্স) – ৭


আন্ডার সেক্রেটারি (স্কিল এডুকেশন) – ১


অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (স্কিল এডুকেশন) – ১


ডেপুটি সেক্রেটারি (ট্রেনিং) – ২


আন্ডার সেক্রেটারি (ট্রেনিং) – ২


অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (ট্রেনিং) – ২


বয়সসীমা


এই সমস্ত পদে সিবিএসই (CBSE Recruitment) সংস্থায় কাজের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।


বেতন কত হবে


সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংস্থায় এই সমস্ত পদে নির্বাচিত হলে প্রার্থীর বেতন শুরু হবে লেভেল ১০ থেকে সর্বোচ্চ বেতন হবে লেভেল ১৩এ পর্যন্ত। অর্থাৎ বেতন শুরু হবে ৫৬ হাজার টাকা থেকে।


কীভাবে হবে প্রার্থী নির্বাচন


এখানে কোনও লিখিত পরীক্ষা হবে না। মূলত ইন্টারভিউর মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে।


কাজের মেয়াদ


এখানে কোনও স্থায়ী পদে (CBSE Recruitment) নিয়োগ হবে না। সিবিএসই দফতরে মূলত ৩ বছরের ডেপুটেশনের ভিত্তিতেই নিয়োগ করা হবে। কাজের দক্ষতা ও সংস্থার প্রয়োজন অনুসারে এই কাজের মেয়াদ বাড়তে পারে ৫ বছর পর্যন্ত।


কীভাবে আবেদন করবেন


সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দফতরে কাজের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং সেই আবেদনপত্র উপযুক্ত নথিসহ নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। এই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৮ জুলাই ২০২৪।


আরও পড়ুন: North Eastern Railway Recruitment 2024: শিক্ষানবিশ পদে নিয়োগ করতে চলেছে উত্তর-পূর্ব রেল, শূন্যপদ কবে?


Education Loan Information:

Calculate Education Loan EMI