NFDC Recruitment: ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে চাকরির সুযোগ। একাধিক পদে লোক নেওয়া হবে এই সংস্থায়। ফিল্ম নিয়ে পড়াশোনা বা অ্যাডমিনিস্ট্রেশনে অভিজ্ঞতা থাকলে এই সংস্থায় কাজের জন্য আবেদন করতে পারেন। মিলবে আকর্ষণীয় বেতন এবং অন্যান্য আরও প্রচুর সুবিধে। এনএফডিসির ওয়েবসাইটেই প্রকাশ পেয়েছে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। দেখে নিন কোন কোন পদে লোক নেওয়া হবে এবং কী যোগ্যতাই বা লাগবে আবেদন করার জন্য।


শূন্যপদ


ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে কাজের জন্য মূলত সাতটি আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে। জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে কর্মী নিয়োগ হবে। দেখে নিন কোন পদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে।


জেনারেল ম্যানেজার- ৪ জন (অসংরক্ষিত)


ডেপুটি জেনারেল ম্যানেজার- ২ জন (অসংরক্ষিত)


ম্যানেজার – ৭ জন ( ৬ অসংরক্ষিত, ১ ওবিসি)


ডেপুটি ম্যানেজার – ২ জন (১ অসংরক্ষিত, ১ ওবিসি)


অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – ৪ জন (৩ অসংরক্ষিত, ১ ওবিসি)


জুনিয়র অফিসার- ২ জন (১ অসংরক্ষিত, ১ ওবিসি)


অ্যাসিস্ট্যান্ট-  ১ জন (অসংরক্ষিত)


বেতন কাঠামো


আকর্ষণীয় বেতন মিলবে এই সমস্ত পদে নির্বাচিত হলে। অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত হলে সর্বনিম্ন ২৬০০০ টাকা থেকে শুরু করে ৯০০০০ টাকা পর্যন্ত বেতন মিলবে, অন্যদিকে জেনারেল ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থী মাসিক ১ লক্ষ থেকে ২,৬০০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হলে আপনি ৪০০০০ টাকা থেকে ১ লক্ষ পর্যন্ত বেতন পাবেন।


আবেদন কবে শেষ ?


ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে এই পদের আবেদন শুরু হয়েছে বিগত ৮ মার্চ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন। মূলত অনলাইনেই করতে হবে আবেদন। এনএফডিসির অফিসিয়াল ওয়েবসাইটেই এই পদের জন্য আবেদন করা যাবে। পরে সেই আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে।


বয়সসীমা


এই সংস্থায় উল্লিখিত পদের জন্য আবেদন করতে গেলে প্রতিটি পদের জন্য পৃথক বয়সসীমা আছে। জেনারেল ম্যানেজার পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। তাঁকে ফিল্ম স্টাডিজ বা মাস কমিউনিকেশন বা সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ এবং পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স একই হবে, ৫০ বছরের মধ্যে। আর অন্যদিকে ম্যানেজার পদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। ৩৫ বছরের মধ্যে বয়স হলেই আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে পারবেন।


আরও পড়ুন: Success Story: 'মিজানুর তোমায় অফিসার হতে হবে' শিক্ষকের এক ফোনেই বদলে গেল জীবন


Education Loan Information:

Calculate Education Loan EMI