Recruitment News: ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে নিয়োগের জন্য। ৩০টি পদে নিয়োগ করা হবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থায়। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সহজেই এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া (NHAI Jobs) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রার্থীরা ২৩ জুলাই ২০২৫ পর্যন্ত আবেদন (Recruitment News) করতে পারবেন এই পদের জন্য। এই নিয়োগের মাধ্যমে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াতে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে লোক নেওয়া হবে। এটি একটি টেকনিক্যাল পদ। প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে এই নিয়োগের জন্য আবেদন করার পরামর্শ জানানো হচ্ছে। নির্ধারিত তারিখের পরে তাদের আবেদন করার সুযোগ দেওয়া হবে না।

কী যোগ্যতা লাগবে

আবেদনকারী প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। তাছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম ৬ বছরের কাজের দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা এই নিয়োগের জন্য বেশি অগ্রাধিকার পাবে।

লক্ষ লক্ষ টাকা মিলবে বেতন

যদি আমরা বেতনের কথা বলি তাহলে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য নির্বাচিত প্রার্থীদের লেভেল ১২-র অধীনে ৭৮,৮০০ টাকা থেকে ২ লক্ষ ৯ হাজার ২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

কীভাবে করবেন আবেদন

প্রথমে আপনাকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল nhai.gov.in।

এরপরে আপনাকে এই ওয়েবসাইটের হোমপেজে নিয়োগের নির্দিষ্ট ট্যাবে ক্লিক করতে হবে।

এরপরে আগ্রহী প্রার্থীদের Current Jobs লেখা বিকল্প বাটনে ক্লিক করতে হবে এবং সংশ্লিষ্ট লিঙ্কে যেতে হবে।

এখন প্রার্থীদের Apply Now বাটনে ক্লিক করতে হবে।

এরপরে সমস্ত প্রার্থীকেই নিয়ম মেনে করতে হবে রেজিস্ট্রেশন এবং ইমেল আইডি ও ফোন নম্বর যাচাইকরণ করতে হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে প্রার্থীদের নিজেদের পরিচয়পত্র আপলোড করে আবেদন করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার পরে সেটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI