Jobs In NIT Durgapur: দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।  টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান ছাড়াও আরও পদে হচ্ছে নিয়োগ। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।


NIT Durgapur Jobs: কোন পদে কত নিয়োগ


TECHNICAL ASSISTANT – 22
SENIOR TECHNICIAN – 12
TECHNICIAN – 25
Library and Information Assistant – 01
JUNIOR ENGINEER – 02
SAS ASSISTANT – 01
SUPERINTENDENT – 04
PERSONAL ASSISTANT – 01
STENOGRAPHY – 01
SENIOR ASSISTANT – 06
JUNIOR ASSISTANT – 14
LAB ATTENDANT – 12
OFFICE ATTENDANT – 05 


শিক্ষাগত যোগ্যতা ও  বয়স সীমা সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখতে হবে চাকরিপ্রার্থীদের।


Jobs In NIT Durgapur: প্রার্থীদের নির্বাচন
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও দক্ষতা পরীক্ষা দিতে হবে। উপযুক্ত প্রার্থীকে তার পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হবে। প্রতিটি পদের জন্য প্রাপ্ত আবেদনের সংখ্যার উপর নির্ভর করে লিখিত পরীক্ষা একাধিক ধাপে হতে পারে।


NIT Durgapur Jobs: কবে হবে পরীক্ষা ?
পরীক্ষা , সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই জাতীয় তথ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুরের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে - https://nitdgp.ac.in 


Jobs In NIT Durgapur: কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা 06/04/2022 তারিখ থেকে কেবল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) দুর্গাপুর - https://nitdgp.ac.in- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। 29/04/2022 পর্যন্ত করা যাবে এই আবেদন।


NIT Durgapur Jobs:
অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পরে, সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে। ভবিষ্যতের প্রামাণ্য নথির জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট-আউট করতে হবে। এই পর্যায়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) দুর্গাপুরে কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাবেন না। সব যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে।


Official website of National Institute of Technology (NIT) Durgapur — https://nitdgp.ac.in 


আরও পড়ুন : Income Tax Jobs: আয়কর বিভাগে চাকরির সুবর্ণ সুযোগ, এঁরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI