Jobs In Income Tax: দেশের আয়কর বিভাগে (Income Tax) ট্যাক্স ইনস্পেকটর (Tax Inspector) ছাড়াও আরও পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সেই ক্ষেত্রে 18 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
Income Tax Jobs: মোট কতগুলি পদে নিয়োগ ?
সব মিলিয়ে আয়কর বিভাগে মোট 24টি পদে নিয়োগ করছে। আগ্রহী প্রার্থীরা আয়কর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট www.incometaxindia.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগের আওতায় কেবল স্পোর্টস কোটার ব্যাক্তি বা ক্রীড়াবিদরা আবেদন করতে পারবেন।
Jobs In Income Tax: প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগের আওতায় ট্যাক্স ইনস্পেকটর ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এই পদগুলির জন্য আগ্রহী প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। সঙ্গে মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য প্রার্থীকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেহবে। ক্রীড়া যোগ্যতা ও এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
Income Tax Jobs: বয়স সীমা
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমাতে বিশেষ ছাড় দেওয়া হবে। এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা ও গ্রাউন্ড টেস্টের ভিত্তিতে এই পদগুলির জন্য নির্বাচন করা হবে।
Jobs In Income Tax: কোন কোন পদে নিয়োগ
Income Tax Inspector - 1 Post
Tax Assistant - 5 Posts
Multi-Tasking Staff - 18 Posts
Income Tax Jobs: কীভাবে আবেদন করবেন ?
প্রথমে প্রার্থীদের আয়কর বিভিগের অফিশিয়াল ওয়েবসাইট incometaxindia.gov.in-এ যেতে হবে।এখনে প্রার্থীদের হোম পেজে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বিভাগে ক্লিক করতে হবে।এরপর প্রার্থী নিয়োগের লিঙ্কে ক্লিক করুন।অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি সহ আবেদনপত্রটিও দেওয়া হয়েছে, এটি ডাউনলোড করুন।
প্রার্থীকে নিবন্ধিত পোস্টের মাধ্যমে বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আরও পড়ুন : SBI Jobs: ভাল বেতনের চাকরি, নিয়োগের বিজ্ঞপ্তি জারি স্টেট ব্যাঙ্কের
Education Loan Information:
Calculate Education Loan EMI