Jobs In West Bengal: রাজ্যের এই জেলায় আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উত্তর ২৪ পরগণার মহকুমা আধিকারিকের অফিস থেকে প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি। ৭৮টি আশা কর্মী পদে চাকরির পদ প্রকাশ করেছে মহকুমা অফিস। আশা কর্মী সম্পর্কে বিশদ তথ্য যেমন বাছাই প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড ও আবেদনের প্রক্রিযা সম্পর্কে জানতে নিচে বিস্তারিত বিবরণ দেখুন। 


North 24 Parganas Recruitment: 
সংস্থার নাম: উত্তর ২৪ পরগনা মহকুমা আধিকারিকের অফিস


অফিসিয়াল ওয়েবসাইট: www.north24parganas.gov.in 


পদের নাম: আশা কর্মী


শূন্যপদ: ৭৮টি 


শেষ তারিখ: ১৩.০৪.২০২৩


Asha Worker Jobs: উত্তর 24 পরগনা আশা কর্মী নিয়োগ ২০২৩-এর জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড


শিক্ষাগত যোগ্যতা: সরকারি বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর যোগ্যতার অধিকারী প্রার্থীরাও এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। বিশদে জানতে বিজ্ঞপ্তিটি খুব মনোযোগ সহকারে পড়ুন।


বয়স সীমা: সরকারি বিজ্ঞপ্তি অনুসারে সর্বনিম্ন বয়স ৩০ বছর ও সর্বোচ্চ বয়স ৪০ বছর। 


নির্বাচন প্রক্রিয়া: যোগ্য প্রার্থীকে সাক্ষাত্কারের জন্য বা যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করতে হবে।


North 24 Parganas Recruitment: গুরুত্বপূর্ণ বিবরণ


যেভাবে আবেদন করতে হবে: প্রার্থীদের নীল/কালো পেন দিয়ে তাদের হাতের লেখায় নির্ধারিত আবেদনপত্র (অ্যানেক্সার-এ) পূরণ করতে হবে।


Jobs In West Bengal: নথি যাচাই
বয়সের প্রমাণ হিসাবে জন্মের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমমানের পরীক্ষার অ্যাটেসটেড ফটোকপি লাগবে। আরও তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি পড়ে নিন।


SBI Recruitment: কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI)। একাধিক পদে নিয়োগ (Recruitment) করা হবে। ১০৩১টি শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এসবিআই রিক্রুটমেন্ট ২০২৩ অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে, পয়লা এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। অনলাইনেই হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। 


কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে



  • চ্যানেল ম্যানেজার সুপারভাইজার

  • চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর

  • সাপোর্ট অফিসার


বেতন কত হতে পারে


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য যাঁরা নিযুক্ত হবেন, বেশ ভাল বেতন হতে চলেছে তাঁদের। বিভিন্ন পদ অনুসারে দেখে নেওয়া যাক বেতন। 



  • চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর-Anytime Channels(CMF-AC)- ৩৬ হাজার টাকা।

  • চ্যানেল ম্যানেজার সুপারভাইজার-Anytime Channels(CMS-AC)- ৪১ হাজার টাকা।

  • সুপার অফিসার Anytime Channels (SO-AC)- ৪১ হাজার টাকা। 


আরও পড়ুন : SBI Recruitment: ১০০০-এর বেশি শূন্যপদে নিয়োগ এসবিআইতে, মাসিক বেতন হতে পারে ৪১ হাজার টাকা পর্যন্ত


Education Loan Information:

Calculate Education Loan EMI