NTA Cracks Down: দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে যারা, তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট ২০২৫ পরীক্ষার আগেই যার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে এনটিএ। গুজব এবং ভুয়ো খবর ছড়ানোর অপরাধে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NEET 2025) দেশের ১২২টি সমাজমাধ্যম চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া প্রশ্নপত্র ফাঁসের দাবি নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সকলকে সতর্ক করেছে এবং জানিয়েছে (NTA Cracks Down) এর সঙ্গে যুক্ত সকল প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৫০০টিরও বেশি সন্দেহজনক দাবির প্রতিবেদন এসেছে

ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করেছে যেখানে এখনও পর্যন্ত ১৫০০টিরও বেশি ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের দাবি রিপোর্ট করা হয়েছে। আশ্চর্যের বিষয় হল এই দাবিগুলির বেশিরভাগই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এসেছে যা মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে।

১২২টি সমাজমাধ্যম চ্যানেলের বিরুদ্ধে পদক্ষেপ

প্রতিবেদন অনুসারে এখনও পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি ১০৬টি টেলিগ্রাম ও ১৬টি ইনস্টাগ্রাম চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যারা এই প্রশ্ন ফাঁসের মিথ্যে দাবি করেছিল। এই বিষয়ে তদন্ত এবং চ্যানেলগুলির বিরুধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্রে পাঠানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে এই ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম চ্যানেলগুলিকেও সরিয়ে তাদের অ্যাডমিনদের সমস্ত তথ্য শেয়ার করতে বলা হয়েছে।

টেলিগ্রামে সবথেকে বেশি গুজব ছড়ানো হয়

৪ মে অর্থাৎ আগামীকাল রবিবার সারা দেশে আয়োজিত হতে চলেছে নিট ইউজি ২০২৫। গত বছর পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম নিয়ে বহু বিতর্ক হয়েছিল। এবার তাই শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে পরীক্ষা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার ব্যবস্থা নিয়েছে। তারপরেও টেলিগ্রামে বহু চ্যানেলে প্রশ্নপত্র ফাঁসের দাবি করা হচ্ছে।

পরীক্ষা প্রার্থীদের সতর্ক থাকার জন্য বলা হচ্ছে

ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রার্থীদের কাছে আবেদন করেছে তারা যেন এই ধরনের প্রতারকদের থেকে দূরে থাকেন যারা টাকার লোভে শিক্ষার্থীদের ফাঁদে ফেলছে। সমাজমাধ্যমের এমন ধরনের গ্রুপ ও অ্যাকাউন্টগুলির রিপোর্ট করার জন্য https//nta.ac.in-এ একটি বিশেষ রিপোর্টিং পোর্টালও চালু করা হয়েছে। ৪ মে ২০২৫ তারিখে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই পোর্টাল।

এই তিন বিভাগে করতে পারেন রিপোর্ট

যে সমস্ত ওয়েবসাইট বা সমাজমাধ্যম অ্যাকাউন্ট মিথ্যে প্রশ্নপত্র ফাঁসের দাবি করে।

যারা পরীক্ষার পরিচালকমণ্ডলীর নিকটস্থানীয় বলে নিজেদের দাবি করেন।

যারা নিজেদের এনটিএ কিংবা সরকারি মন্ত্রণালয়ের আধিকারিক হিসেবে পরিচয় দেন।


Education Loan Information:

Calculate Education Loan EMI