নয়াদিল্লি: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা NEET-UG-র সংশোধিত মেধা তালিকা প্রকাশ করল NTA. প্রশ্ন-ফাঁসের অভিযোগে ১৩ জুন সুপ্রিম কোর্টের নির্দেশের পর, ২৩ জুন ১ হাজার ৫৬৩ জনকে ফের NEET-এ বসতে হবে বলে জানায় পরীক্ষা নিয়ামক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর মধ্যে মেডিক্যাল প্রবেশিকায় বসেন ৮১৩ জন পরীক্ষার্থী অর্থাৎ ৫২ শতাংশ।


এরপর ৬ জুলাই থেকে শুরু হবে NEET-UG-র কাউন্সেলিং শুরু হবে বলে জানিয়েছে NTA. নিটের ফল প্রকাশ্যে আসার পরই নানা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়। নিটের ইতিহাসে যা ঘটেনি তাই ঘটে। একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান পান। এঁদের সবার প্রাপ্ত নম্বরও ছিল এক। তাঁরা সকলেই ৭২০ তে ৭২০ পেয়েছিলেন। এরপরে আরও অভিযোগ সামনে আসতে থাকে একের পর এক। আশ্চর্যজনক কিছু ফল সামনে আসে।


এই আবহে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এনটিএ জানিয়েছিল, পরীক্ষাকেন্দ্রে সময় কম থাকায় ১৫৬৩ কে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। এই নিয়ে মামলাটি যায় সুপ্রিম কোর্টে। তখন কেন্দ্র আদালতকে জানায় গ্রেস মার্কস বাতিল করতে হলে ১৫৬৩ এর বাড়তি নম্বর বাতিল করে দেওয়া হবে। ফলে তাদের নম্বর কমে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, তাদের ফের পরীক্ষা নেওয়ার কথা জানায় এনটিএ। তবে তাঁদের মধ্যে সবাই পরীক্ষায় বসেননি। যাঁরা বসেছিলেন, তাঁদের রেজাল্ট বেরিয়েছে রবিবার। ফল দেখা যাবে সরাসরি তাঁদের ওয়েবসাইটে - Nta.Ac.In 


নিট-ইস্যুতে উত্তপ্ত সংসদ


অন্যদিকে সোমবার নিট-ইস্যুতে উত্তপ্তই রইল সংসদের পরিবেশ। নিটের প্রশ্নফাঁস ইস্য়ুতে সংসদে আলোচনার দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।  রাহুল এদিন বলেন, ' আমরা চাই যে নিট নিয়ে একদিন আলোচনা হোক। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ২ কোটি যুবকের ক্ষতি হয়েছে। বিগত ৭ বছরে ৭০ বার পেপার লিক হয়েছে। আমরা চাই একদিন এর ওপর আলোচনা হোক। যদি আপনি সুযোগ দিতে পারেন।' তিনি আরও বলেন, 'সংসদ থেকে দেশের কাছে বার্তা যায়। আমরা পড়ুয়াদের বার্তা দিতে চাই যে নিটের ইস্য়ু সংসদের কাছে জরুরি। বার্তা দেওয়ার জন্য় আমরা চাই একদিন সংসদে আলোচনা হোক।' 


আরও পড়ুন : 


দেশে নতুন আইন চালু, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় দায়ের হল প্রথম FIR, কার বিরুদ্ধে ?


                              


Education Loan Information:

Calculate Education Loan EMI