কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স ২০২৪ মেইন পরীক্ষার (NTA JEE Main session II 2024) দ্বিতীয় সেশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হল‌। ২ ফেব্রুয়ারি এই প্রক্রিয়া শুরু হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে এই পরীক্ষা নেওয়া হবে। তাদের মূল ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার লিঙ্ক। সেখানে গিয়ে মেইন পরীক্ষার জন্য নথিভুক্তকরণ করাতে হবে। 


রেজিস্ট্রেশন (JEE Main registration) প্রক্রিয়ার জন্য একমাস সময় ধার্য করেছে এনটিএ। আগামী ২ মার্চ পর্যন্ত এই ফর্ম পূরণ করা যাবে। আবেদনের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিতে হবে। সেই টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২ মার্চ। 


কীভাবে লগইন ?


ভর্তির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)‌। তাতে বলা হয়েছে, সেশন ১ পরীক্ষার জন্য যারা সফলভাবে আবেদন করেছেন ও আবেদনের ফি পেমেন্ট করেছেন, তারা সেশন ২ রেজিস্ট্রেশনের জন্য পুরোনো আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। সেশন ১-এর তথ্য দিয়েই সাইটে লগইন করা যাবে।


কীভাবে রেজিস্টার করবেন (How to register) ?



  • প্রথমে এনটিএ জয়েন্ট এন্ট্রান্স মেইনের ওয়েবসাইটে যেতে হবে। 

  • সেখানে গেলেই সেশন ২ পরীক্ষার একটি লিঙ্ক পাওয়া যাবে‌ হোম পেজে‌।‌

  • ওই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।

  • নিজের প্রয়োজনীয় তথ্য ভরতে হবে ওই ফর্মে। 

  • এর পর ওই তথ্যগুলি দিয়ে লগইন করতে হবে‌।

  • লগইন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। 

  • এর পর নির্দিষ্ট আবেদনের ফি পেমেন্ট করতে হবে ওই সাইটে। 

  • শেষে সাবমিট ও ডাউনলোড পেজে ক্লিক করতে হবে। 

  • এই পেজটা চাইলে প্রিন্ট করে নিতে পারেন। ভবিষ্যতের জন্য একটা হার্ড কপি নিজের কাছে রাখতে পারেন‌ । 


আবেদনের খরচ (Application Fees)



  • অসংরক্ষিত ক্যাটেগরির পুরুষদের প্রথম বা দ্বিতীয় পত্রের জন্য ১০০০ টাকা পেমেন্ট করতে হবে।‌

  • অসংরক্ষিত ক্যাটেগরির মহিলাদের ওই পেপারগুলির জন্য ৮০০ টাকা দিতে হবে। 

  • অসংরক্ষিত বিভাগের আর্থিকভাবে পিছিয়ে থাকা পুরুষদের ৯০০ টাকা দিতে হবে। ওবিসি (এনসিএল)-দের আবেদন মূল্যও তাই।

  • অসংরক্ষিত বিভাগের আর্থিকভাবে পিছিয়ে থাকা মেয়েদের ৮০০ টাকা আবেদন খরচ দিতে হবে। 

  • এসসি,এসটি,পিডব্লুডি পুরুষ ও মহিলাদের জন্য আবেদনের খরচ ৫০০ টাকা। 


আরও পড়ুন - UGC on MPhil course: দুই বিষয়ে এমফিল করার মেয়াদ বাড়াল UGC, কবে পর্যন্ত ?


Education Loan Information:

Calculate Education Loan EMI