কলকাতা: লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ স্কুল। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এবিপি আনন্দে ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’ আয়োজন করেছে শিক্ষা দফতর। পড়ুয়ামহলে তা জনপ্রিয় হয়েছে। সেই অনুষ্ঠানের আদলেই, এবার আইসিএসই এবং আইএসসি-র পড়ুয়াদের জন্যও, এবিপি আনন্দে আয়োজিত হতে চলেছে সরাসরি ক্লাসরুম।


কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন বা সিআইএসসিই এবং অ্যাসোসিয়েশন অফ আইএসসি স্কুলস কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে ঠিক হয়েছে, আইসিএসই এবং আইএসসি-র নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য, শনি ও রবিবার - এবিপি আনন্দের মাধ্যমে ক্লাস নেবেন কাউন্সিল মনোনীত শিক্ষকরা। লকডাউনে ক্লাসরুম  বেলা ১২টায়।



দেশ-বিদেশে আইসিএসই কাউন্সিল অনুমোদিত স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় সাড়ে ৪ লক্ষ।  রাজ্যে স্কুলের সংখ্যা প্রায় ৪৪০।  নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া প্রায় আড়াই লক্ষ। আইসিএসই এবং আইএসসি বোর্ডের সেই সমস্ত পড়ুয়াদের কথা ভেবেই এবিপি আনন্দে সরাসরি ক্লাসরুমের আয়োজন।


অ্যাসোসিয়েশন অফ আইএসসি স্কুলস-এর সর্বভারতীয় যুগ্ম সচিব  নবারুণ দে বলেন, টিচাররা সামনে আসতে পারছেন না, এখানে টিচাররা বলবেন কীভাবে পড়তে হবে, কাউন্সিল রিসোর্স পার্সন চুজ করে দেবেন, এবিপি আনন্দকে ধন্যবাদ, কেউ যাতে সময় নষ্ট না করে কাউন্সিল বেসড সাবজেক্ট টিচাররা পড়াবেন, তোমরা খাতা-পেন নিয়ে বসবে। কাউন্সিলের এই উদ্যোগে খুশি পড়ুয়ারাও।


 

Education Loan Information:

Calculate Education Loan EMI