Job News: ওরিয়েন্টাল ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। আগামীকাল অর্থাৎ ২ অগাস্ট থেকেই এই সংস্থায় চাকরির আবেদন শুরু হয়ে যাবে। অনলাইনেই করা যাবে এই আবেদন। স্নাতক উত্তীর্ণরা সকলেই এই আবেদন করতে পারবেন। ক্লাস থ্রি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এই নিয়োগ করা হচ্ছে ওরিয়েন্টাল ইনসিওরেন্স সংস্থায়। এর মধ্যে যদিও ওপেন মার্কেটে ব্যাকলগ ভ্যাকান্সিও রয়েছে।
সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামীকাল ২ অগাস্ট থেকে শুরু করে এই সংস্থায় নিয়োগের আবেদন চলবে আগামী ১৭ অগাস্ট পর্যন্ত। ওরিয়েন্টাল ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
১ অগাস্ট- ওরিয়েন্টাল ইনসিওরেন্স সংস্থার নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ
২ অগাস্ট – অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে এই দিন থেকে
১৭ অগাস্ট - এই দিনে বন্ধ হয়ে যাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
৭ সেপ্টেম্বর – প্রিলিমিনারি বা টায়ার ওয়ান পরীক্ষা হবে
২৮ অক্টোবর – প্রধান পরীক্ষা বা টায়ার ২ পরীক্ষা হবে
এরপরে একটি আঞ্চলিক ভাষার পরীক্ষাও হবে, এই পরীক্ষার সময়সূচি এখনও জানানো হয়নি।
কী যোগ্যতা লাগবে
এই সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ক্লাস থ্রি পদে যোগ দিতে হলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। এছাড়াও প্রার্থীদের হয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে বা দ্বাদশ শ্রেণিতে ৬০ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একটি বিষয় হিসেবে অবশ্যই ইংরেজি রাখতে হবে, আর আঞ্চলিক ভাষাও বুঝতে হবে তাদের।
আবেদন করবেন কীভাবে
ওরিয়েন্টাল ইনসিওরেন্স সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে।
এই ওয়েবসাইটের হোমপেজে অ্যাসিস্ট্যান্টস পোস্টে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে আবেদনের ফি জমা করতে হবে।
আবেদনপত্র সম্পূর্ণ করা হলে সেটির একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
এই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় আপনি অ্যাসিস্ট্যান্ট ক্লাস থ্রি পদে নিযুক্ত হলে আপনার বেতন হবে মাসিক ৫০ হাজার টাকা। এটি একটি আনুমানিক অঙ্ক, বিস্তারিত বিবরণ জানার জন্য ওয়েবসাইটে নজর রাখতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI