UPSC 2023 4th Rank Holder P.K Sidharth Ramkumar Story: ইউপিএসসি-র মতো জাতীয় স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছেন। কিন্তু ঘুণাক্ষরেও তা টের পেতে দেননি বাবা-মাকে। অবশেষে যখন পরীক্ষার ফল ঘোষণা করা হল, তখন জানা গেল চতুর্থ হয়েছে পিকে সিদ্ধার্থ রামকুমার। পরে তা জানতে পেরে আনন্দে আপ্লুত সিদ্ধার্থের বাবা-মা। সন্তানের এই সাফল্য রীতিমতো পুরষ্কারের মতোই তাদের কাছে। একদিকে যেমন তারা হতবাক, তেমনই অন্যদিকে আনন্দে আত্মহারাও বটে।


তিরুবনন্তপুরমের কলেজ অব আর্কিটেকচার থেকে পড়াশোনা করেছেন সিদ্ধার্থ। ২০১৯ সালে সেখান থেকে পাশ করেন। এর পর ২০২০ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসের জন্য তাঁকে মনোনীত করা হয়। কিন্তু ফের পরীক্ষায় বসেন তিনি। ১৮১ র‌্যাঙ্ক করে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছিলেন সিদ্ধার্থ। কিন্তুতাতেও মেটেনি মনের খিদে। ফের পরীক্ষার জন্য প্রস্তুতি। ফের ২০২২ সালের পরীক্ষায় বসেন তিনি। সেখানে ১২১ র‌্যাঙ্ক হয় সিদ্ধার্থের। 


পশ্চিমবঙ্গ ক্য়াডারেই পোস্টিং পান সিদ্ধার্থ


ঘটনাচক্রে পশ্চিমবঙ্গ ক্য়াডারেই তাঁকে পোস্টিং দেওয়া হয়েছিল। একটি সংবাদমাধ্য়মকে সাক্ষাৎকারে তাঁর ভাই জানান পরিবারের সঙ্গে সেই সময় কথা বলার সময় পেতেন সিদ্ধার্থ। কারণ ন্যাশনাল অ্যাকাডেমির অধীনে তাঁর ট্রেনিং চলত। প্রসঙ্গত, সিদ্ধার্থের পরিবারের সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ভাই আদর্শ কুমার কেরল হাইকোর্ট প্র্যাক্টিস করছেন বর্তমানে। অন্যদিকে বাবা টি.এম রামকুমার চিন্ময় কলেজ অব আর্ট, কমার্স অ্যান্ড সায়েন্সের প্রিন্সিপাল ছিলেন। সন্তানের চতুর্থ হওয়ার খবর শুনে একদিকে যেমন অবাক হয়েছেন, তেমনই অন্যদিকে খুশি হয়েছেন বাবা।


পরিবারকে উপহার


২৭ বছরের যুবক সিদ্ধার্থ বরাবরই পরিশ্রমী বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। একই সঙ্গে তিনি সিনেমা দেখতেও নাকি বেশ ভালবাসেন। প্রথম থেকেই সিভিল সার্ভিস পরীক্ষায় তাঁর র‌্যাঙ্ক ছিল ঈর্ষণীয়। কিন্তু তাতেই থেমে থাকেননি সিদ্ধার্থ। গত বছরেও পরীক্ষা দিতে বসেন। অবশেষে কঠিন পরিশ্রমেরই ফল পেলেন সিদ্ধার্থ। ১৮১ র‌্যাঙ্ক থেকে সোজা চার র‌্যাঙ্কে এসে পৌঁছালেন তিনি। বাবা, মা ও ভাই আদর্শের কাছে সিদ্ধার্থের এই র‌্যাঙ্ক আপাতত আচমকা উপহারের মতোই।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - UPSC Aspirant Story: ১০ বারের চেষ্টায় ৪ বার ইন্টারভিউ, তবুও UPSC-তে ব্যর্থ! কেন থামতে নারাজ কুণাল ?


Education Loan Information:

Calculate Education Loan EMI