নয়াদিল্লি: শিক্ষাগত যোগ্যতা থাকলে এখনই আবেদন করুন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি(PFRDA)তে শুরু হয়েছে নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে। 


ইতিমধ্যেই নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। ১৪টি পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। এই পদগুলি হল, অফিসার গ্রেড 'এ' (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)-এর জন্য- জেনারেল , অ্যাকচুরিয়াল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইনফরমেশন টেকনোলজি, অফিশিয়াল ল্যাঙ্গোয়েজ (রাজভাষা), রিসার্চ (ইকোনমিকস), রিসার্চ (স্ট্যাটিসস্টিকস)। ইচ্ছুক আবেদনকারীদের পেনশন ফান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিশদে জানতে পারবেন।


কোন পদে কত লোক ?


জেনারেল-০৫ পদ
অ্যাকচুরিয়াল-২ পদ
ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস-২পদ
ইনফরমেশন টেকনোলজি-২ পদ
অফিশিয়াল ল্যাঙ্গোয়েজ(রাজভাষা)-১ পদ
রিসার্চ (ইকোনমিকস)-১ পদ
রিসার্চ (স্ট্যাটিসস্টিকস)-১ পদ


শিক্ষাগত যোগ্যতা- অফিসার গ্রেড 'এ' (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা মাস্টার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। তবে বিভিন্ন পদের জন্য আলাদা যোগ্যাতা চেয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই বিস্তারিত জানা যাবে।


বয়স সীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৩১ জুলাই ২০২১ সালের মধ্যে ৩০ বছর হতে হবে। আবেদনকারীর জন্মের তারিখ ১৯৯১ সালের ১অগাস্টে বা তার পরে হতে হবে।


কীভাবে প্রার্থী বাছাই হবে ?
এই ক্ষেত্রে তিন পর্যায়ে হবে প্রার্থী বাছাই পদ্ধতি। প্রথমে হবে অনলাইন স্ক্রিনিং যাতে ১০০ নম্বরের ২টো পত্রের পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়েও একই ধরনের পরীক্ষা হবে।সেখানে প্রার্থীকে ১০০ নম্বরের ২টো পত্রের পরীক্ষা দিতে হবে। তৃতীয় পর্যায়ে প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের  মাধ্যমে। দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষা কেন্দ্রে হবে এই টেস্ট। এই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে https://www.pfrda.org.in ওয়েবসাইটে।


আবেদন করবেন কীভাবে ?
১৩ অগাস্ট থেকে ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের করতে হবে আবেদন।https://www.pfrda.org.in সাইটে গিয়ে আবেদনপত্র পূরণের পর রেজিস্ট্রেশন স্লিপ পাবেন চাকরিপ্রার্থীরা।


Education Loan Information:

Calculate Education Loan EMI