নয়াদিল্লি: প্রকাশিত হয়েছে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল। পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেছেন,সিবিএসই দশমের পরীক্ষায় সফল আমার তরুণ বন্ধদের অভিনন্দন। ভবিষ্যত সাফল্যের জন্য ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা। 


চলতি বছরে সিবিএসই দশমের পরীক্ষায় জন্য নাম নথিভূক্ত করেছিল দেশজুড়ে প্রায় ২০ লক্ষ ছাত্রছাত্রী। এবার তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৯.০৪ শতাংশ। ১৬,৬৩৯ জনের ফলাফল অসম্পূর্ণ রয়েছে বলে সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে। এবার করোনাভাইরাসজনিত অতিমারী পরিস্থিতির কারণে পরীক্ষা বাতিল করা হয়েছিল। বিশেষ মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়েছে। তাই এবার সিবিএসই মেধা তালিকা ও শীর্ষস্থানাধিকারীদের তালিকা প্রকাশ করেনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সাফল্য কামনা করেছেন। 



দীর্ঘসময় ধরেই অধীর আগ্রহহে অপেক্ষা করছিল পড়ুয়ারা। সেই অপেক্ষার অবসান  হয়েছে।  সিবিএসই দশমে এবার পাসের হার ৯৯.০৪ শতাংশ। এ বছর দেশ জুড়ে মোট ২১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। কেরলের তিরুঅনন্তপুরমের ফল সবচেয়ে ভাল। তিরুঅনন্তপুরমে পাসের হার ৯৯.৯৯ শতাংশ।তবে, মোট ১৬ হাজার ৬৩৯ জনের ফলাফল অসম্পূর্ণ রয়েছে। সেই সকল রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে বলে  সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে। 


সিবিএসই জানিয়েছে, এ বছর ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফল করেছে। মেয়েদের পাশের হার ৯৯.২৪ শতাংশ। ৯৯.৮৯ শতাংশ পাশের হার ছেলেদের। রূপান্তরকামী পড়ুয়াদের ১০০ শতাংশই উত্তীর্ণ হয়েছে। এ বছর অকৃতকার্য পড়ুয়াদের মার্কশিটে অনুত্তীর্ণ বা ‘ফেল’ কথাটির উল্লেখ থাকছে না। 


এ বছর আরেকটি বিষয়ও জানান হয়েছে, মূল্যায়নে অসন্তুষ্ট হলে, cbse.nic.in ওয়েবসাইটে বিশেষ ভাবে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানাতে পারবে পরীক্ষার্থীরা। সেই পরীক্ষার ফলই চূড়ান্ত বলে গন্য হবে।


উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে এবার বিভিন্ন বোর্ডই তাদের দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল করেছিল। বিশেষ অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে এবার ফল প্রকাশ করা হয়েছে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI