Job In Prasar Bharti: প্রসার ভারতীতে চুক্তির ভিত্তিতে ভিডিওগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বাছাই প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড ও কীভাবে আবেদন করতে হবে , সেই সম্পর্কে নিচে দেওয়া হল। 

Prasar Bharti Recruitment: প্রসার ভারতী নিয়োগের সংক্ষিপ্ত বিবরণনিয়োগ বোর্ড: প্রসার ভারতীওয়েবসাইট:- https://prasarbharati.gov.in/পদের নাম:- ভিডিওগ্রাফারশূন্যপদ:- ৪১টিকাজের স্থান:- দূরদর্শন ভবন, ডিডি নিউজ, নয়াদিল্লিকাজের সময়কাল: ২ বছরপোস্টের তারিখ: 18/04/2023

Job In Prasar Bharti: প্রসার ভারতী নিয়োগের জন্য যোগ্যতার মানদণ্ডশিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে 10+2 উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় থেকে সিনেমাটোগ্রাফি/ভিডিওগ্রাফিতে ডিগ্রি/ডিপ্লোমা পাস হতে হবে।

বয়সসীমা:- বিজ্ঞপ্তি অনুসারে সর্বনিম্ন বয়স সীমা বিজ্ঞপ্তির তারিখ অনুসারে ৪০ বছর।

মেয়াদ:- বিজ্ঞপ্তি অনুসারে ভিডিওগ্রাফি/সিনেমাটোগ্রাফি বা অন্য কোনও প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রসার ভারতী নিয়োগ – গুরুত্বপূর্ণ বিবরণনির্বাচন প্রক্রিয়া:- সাক্ষাৎকারের ভিত্তিতে

Prasar Bharti Recruitment: কীভাবে আবেদন করবেন প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় সমস্ত নথি সহ তাদের আবেদনপত্র জমা দিতে হবে।

পোস্টের তারিখ:- 18/04/2023

দ্রষ্টব্য:- এই আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিন। সেখানেই বিস্তারিত বিবরণ পয়ে যাবেন। এ ছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

Jobs In West Bengal: এ ছাড়াও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিছু বিধিবদ্ধ পদ সহ প্রশাসনিক, অশিক্ষক, লাইব্রেরি ক্যাডার পদের জন্য অনলাইন আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে চাকরিপ্রার্থীদের। সব মিলিয়ে মোট ৭০৭টি পদে অস্থায়ীভাবে পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে পদ। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। 

Visva-Bharati University Jobs: শিক্ষাগত যোগ্যতাপদ অনুযায়ী ডিগ্রি/মাস্টার্স ডিগ্রি/বি. টেক./বিই যোগ্যতা লাগবে চাকরিপ্রার্থীদের । আরও বিস্তারিত জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপন দেখে নিন। 

বয়স সীমা: এই ক্ষেত্রে আবেদনকারীদের বয়সসীমা দেখতে বিস্তারিত বিজ্ঞাপন দেখে নিন। ওখানেই আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন।

বেতন কাঠামো:GROUP CORE PAY SCALE AS PER 6TH CPCA Rs. 37400-67000/- AGP 10,000/-A Rs. 15600-/39100/-AGP 6000/-A Rs. 37400-67000/- GP 10,000/-A Rs. 15600-39100/-GP 7600/-A Rs. 15600-39100/-GP 5400/-B Rs. 9300-34800/- GP 4600/-B Rs. 9300-34800/- GP 4200/-C Rs. 5200-20200/- GP 2800/-C Rs. 5200-20200/- GP 2400/-C Rs. 5200-20200/- GP 1900/-C Rs. 5200-20200/- GP 1800/-

আরও পড়ুন : Visva-Bharati University Jobs: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সাতশোরও বেশি শূন্যপদ, জেনে নিন যোগ্যতা, আবেদনের নিয়ম


Education Loan Information:

Calculate Education Loan EMI