Government Jobs: চাকরির বাজারে (Job Market) ক্রমশ বাড়ছে প্রতিযোগিতা। এই পরিস্থিতিতেই অনেকেই রয়েছেন যাঁরা সরকারি চাকরির (Government Service) জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলতি সপ্তাহে কোন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তির দিকে আপনি নজর রাখতে পারেন, রইল তারই তালিকা।


ISRO Recruitment 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন অর্থাৎ ইসরোতে (ISRO) রয়েছে চাকরির সুযোগ। ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Scientist / Engineer-SD এবং Scientist / Engineer-SC - এই দুই পদে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২১ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। অনলাইনে আবেদন করা যাবে। www.vssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। মোট ৬১টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের দিতে হবে ৭৫০ টাকা। এই টাকা ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ রিফান্ড করা হবে মহিলা এবং তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মী এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের। তবে এর জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষায় উপস্থিত থাকতে হবে। 


Bank of Maharashtra Recruitment 2023: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে (Bank of Maharashtra) চাকরির সুযোগ। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ব্যাঙ্কের তরফে। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রর অফিশিয়াল ওয়েবসাইট bankofmaharashtra.in- এ গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ২৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। জানা গিয়েছে, মোট ৪০০টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে। অফিসার স্কেল ২ এবং অফিসার স্কেল ৩- এই দুই পদে নিয়োগ হবে। 


Rajasthan Public Service Commission Recruitment 2023: রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের আওতায় জুনিয়র লিগাল অফিসার নিয়োগ করা হবে। এক্ষেত্রে রয়েছে মোট ১৪০টি শূন্যপদ। আগামী ৯ অগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। এই চাকরি পাওয়ার জন্য আইন নিয়ে পড়াশোনা করা আবশ্যিক। অর্থাৎ আইন নিয়ে স্নাতক হতে হবে আবেদনকারীকে। স্বীকৃতপ্রাপ্ত কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে তিন বছরের কোর্স করতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়স হলে আবেদন করতে পারবেন আপনি। নির্দিষ্ট ক্যাটেগরির ক্ষেত্রে বয়স সীমায় ছাড় রয়েছে। আবেদনকারীর ক্যাটেগরির উপর নির্ভর করবে অ্যাপ্লিকেশন ফি। 


আরও পড়ুন- ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে?


Education Loan Information:

Calculate Education Loan EMI