Jobs And Recruitment: ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (NIELIT) বিজ্ঞানী, ডেপুটি ম্যানেজার এবং অন্যান্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ১৩ অগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। nielit.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। 


শূন্যপদ এবং তার বিবরণ


বিজ্ঞানী, ডেপুটি ম্যানেজার এবং অন্যান্য পদের জন্য মোট ৫৬টি শূন্যপদ রয়েছে।


অ্যাপ্লিকেশন ফি


লেভেল ১০ এবং তার থেকে উচ্চ পর্যায়ের জেনারেল ক্যাটেগরিতে ৮০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। SC/ST/PWD/Women/Ex-Servicemen- এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ৪০০ টাকা। জেনারেল ক্যাটেগরিতে লেভেল ৭ বা তার নীচের পর্যায়ের ক্ষেত্রে ৬০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর এই পর্যায়ে SC/ST/PWD/Women/Ex-Servicemen ক্যাটেগরিতে অ্যাপ্লিকেশন ফি বাবদ জমা দিতে হবে ৩০০ টাকা।


কীভাবে আবেদন করবেন



  • প্রথমে nielit.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • হোমপেজে পাবেন রিক্রুটমেন্ট ট্যাব। সেখানে ক্লিক করতে হবে।

  • পরের পর্যায়ে Recruitment of various S&T and Non S&T vacancies to be filled up on direct recruitment basis in NIELIT (Advt. No. A-12/4/2023-Administrator)- এই অপশনে ক্লিক করতে হবে। 


বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে নিয়োগ


বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বিএইচইউ (BHU)- তে রয়েছে চাকরির সুযোগ। মোট ৩০৭টি শূন্যপদ রয়েছে। জানা গিয়েছে, এই শূন্যপদের মাধ্যমে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে (Banaras Hindu University) নিয়োগ করা হবে প্রফেসর অর্থাৎ অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর। প্রফেসর বা অধ্যাপকের জন্য রয়েছে ৮৫টি শূন্যপদ। অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য রয়েছে ১৩৩টি শূন্যপদ। আর অ্যাসিসট্যান্ট প্রফেসরের জন্য রয়েছে ৮৯টি শূন্যপদ। unreserved, EWS, SC, ST, OBC এবং PwBD- এই সমস্ত ধরনের ক্যাটেগরি থেকেই নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাঁরা নির্বাচিত হবেন তাঁরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির আওতায় থাকা বিভিন্ন কলেজ, ইন্সটিটিউট এবং ফ্যাকাল্টিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন রয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট bhu.ac.in- এ। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। 


ISRO Recruitment 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন অর্থাৎ ইসরোতে (ISRO) রয়েছে চাকরির সুযোগ। ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Scientist / Engineer-SD এবং Scientist / Engineer-SC - এই দুই পদে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২১ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। অনলাইনে আবেদন করা যাবে। www.vssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। 


আরও পড়ুন- বয়স কমাবে কেমিক্যাল ককটেল, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষকদের দাবি ঘিরে আলোড়ন


Education Loan Information:

Calculate Education Loan EMI