Jobs In Kolkata: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হেলথ সায়েন্স ইনস্টিটিউটে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করবে। সম্প্রতি এই নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ওই পদের শর্তাবলী পূরণকারী প্রার্থীদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে।
মনে রাখবেন এই চাকরি চুক্তিভিত্তিক ও কেবল প্রজেক্ট পর্যন্ত চলবে। নির্বাচিত আবেদনকারীরা এই ইনস্টিটিউটে নিয়মিত পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। পোস্ট ও ওয়াক-ইন ইন্টারভিউয়ের বিশদ বিবরণ নিচে দেওয়া হল।
জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদ সংখ্যা: ০১
যোগ্যতার মানদণ্ড:
এম.এসসি. প্ল্যান্ট বায়োটেকনোলজি/বোটানি/বায়োটেকনোলজি/লাইফ সায়েন্সের যেকোনও শাখায় অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে প্রার্থীর।
কাঙ্ক্ষিত যোগ্যতা: একটি বৈধ CSIR/UGC- NET, NET-LS/GATE শংসাপত্র।
প্রকল্পের নাম: "টমেটোতে স্ট্রেস-সম্পর্কিত miPEPs সনাক্তকরণ ও তাদের সম্ভাব্য থেরাপিউটিক প্রয়োগের ব্যাখ্যা"
SERB, File No: EEQ/2022/000085
কীভাবে আবেদন করতে হবে:
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ডাঃ জয়ন্তী জোড্ডার (সহকারী অধ্যাপক, হেলথ সায়েন্স ইনস্টিটিউট, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি) তাদের সম্পূর্ণ পাঠ্যক্রমের তথ্য, ইমেল আইডি, মোবাইল নম্বর, জন্ম তারিখ ও যোগ্যতার বিবরণ যেমন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বছর, বিভাগ, মাধ্যমিকের পর থেকে নম্বরের শতাংশ, গবেষণার অভিজ্ঞতা, প্রকাশনা ইত্যাদি সম্পর্কে জানাতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও স্থান:
জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদের জন্য প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে ১৩ এপ্রিল, ২০২৩-এ একটি সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।The Institute of Health Sciences,Presidency University,New Town Campus, Kolkata-তে হবে এই ইন্টারভিউ।
Bose Institute Recruitment: বোস ইনস্টিটিউট সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটের জন্য অস্থায়ী পদে নিয়োগ হচ্ছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে বাছাইপ্রার্থীকে। তবে মূল্যায়ন সাপেক্ষে তিন বছর পর্যন্ত এই চাকরি রিনিউ হতে পারে। ইচ্ছুক প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
Jobs In Kolkata: সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট
Project Name: Understanding the response of a few phytochemicals on bacterial quorum sensing and associated biofilm formation.
শিক্ষাগত যোগ্যতা:
একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবন বিজ্ঞান, বায়োটেকনোলজি, বা মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর।
বয়সসীমা: এই ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা সরকারি নিয়ম অনুসারে দেওয়া হবে। (SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শিথিলতা সরকারি নিয়ম অনুযায়ী হবে।)
আরও পড়ুন : Jobs In Kolkata: কলকাতায় বোস ইনস্টিটিউটে চাকরির দারুণ সুযোগ, ৪২,০০০ টাকা বেতন
Education Loan Information:
Calculate Education Loan EMI