নয়াদিল্লি : করোনা মহামারীর (Corona Pandemic) জেরে ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাজার। তার মাঝেই চোখ রাঙাচ্ছে মূল্যবৃদ্ধি (Inflation)। খারার ঘা হয়ে নেমে এসেছে ছাঁটাই (Workers Lay Off)। গুগল থেকে মাইক্রোসফট, বাউজুস থেকে ট্যুইটার, দেশী হোক বা বিদেশি, একাধিক সংস্থা যথেচ্ছ কর্মীছাঁটাইয়ের পথ ধরেছে। চাকরি টেকানোই যেখানে নিত্যদিনের লড়াই, ছাঁটাই আতঙ্ক যেখানে তাড়া করে বেড়াচ্ছে রোজ, সেখানে যেন একফালি সুদিনের খোঁজ। কঠিন সময়ে কাজের ক্ষেত্রে নিয়োগের ডালি নিয়ে হাজির হওয়ার ভাবনাকে বাস্তবায়নের ভাবনা নিয়ে এগোতে চলেছে পিডবলিউসি সংস্থা।
৩০ হাজার নিয়োগের ভাবনা পিডবলিউসি-র
আগামী পাঁচ বছরে নতুন ৩০ হাজার নিয়োগ করতে চলেছে পিডবলিউসি (PWC)। প্রাইস ওয়াটার্স কুপার্স সংস্থা (Pricewaterhouse Coopers) আগামী ২০২৮ সালের মধ্যে ভারতে তাদের কর্মী সংখ্যা বাড়িয়ে নিয়ে যেতে চলেছে ৮০ হাজারে। অডিট ফার্ম এই সংস্থা তাদের গ্লোবাল সেন্টার আরও ভাল ভাবে বিভিন্ন শাখায় বিস্তার করার লক্ষ্যে একাধিক ডিপার্টমেন্টে লোক নেবে বলেই স্থির করেছে। পিডবলিউসি ইন্ডিয়া ও পিডবলিসি ইউ মিলিতভাবে করতে চলেছে এই নিয়োগ। বর্তমানে ভারতের বিভিন্ন শাখার গ্লোবাল সেন্টারের অধীনে পিডবলিসিতে কাজ করেন প্রায় ৫০ হাজার কর্মী। সেই সংখ্যাটিকেই আগামী পাঁচ বছরে বাড়িয়ে ৮০ হাজারে বাড়িয়ে নিয়ে যাওয়ার ভাবনা তাদের।
কোন কোন বিভাগে নিয়োগ ?
২০২৮ সালের মধ্যে কর্মী সংখ্যা ৮০ হাজারে নিয়ে যাওয়ার ভাবনা নেওয়া পিডবলিউসি সংস্থা ম্যানেজড সার্ভিস, কনট্র্যাক্ট কমপাইলেন্স, প্রোডাক্ট ডেভলপমেন্টের মতো শাখায় বাড়তি নিয়োগের ভাবনা নিয়েছে। পাশাপাশি ভারতে কাজের বিস্তারের কথা মাথায় রেখে গতবছরই ইতিমধ্যে ভুবনেশ্বর, জয়পুর ও নয়ডাতে নতুন অফিসের নতুন তিনটি শাখা ইতিমধ্যে খুলেছে পিডবলিউসি।
কেন নিয়োগ ভাবনা ?
ভারতীয় হোক বা বিদেশী, একাধিক সংস্থা যখন ছাঁটাইয়ের রাস্তা ধরছে তাদের ক্ষতির সঙ্গে লড়াই করতে তখন কেন উল্টো রাস্তা ধরছে পিডবলিসি ? সংস্থার ইউএস শাখার সিনিয়র পার্টনার টিম রায়ান বলেছেন, 'পিডবলিউসি ইন্ডিয়া ও পিডবলিউসি ইউএস-এর কাজের মাঝে আরও সম্বন্নয় বাড়িয়ে তোলা আমাদের প্রথম ও প্রাথমিক লক্ষ্য। কোয়ালিটি প্রোডাক্ট তৈরির লক্ষ্য নিয়ে তাই দুই অংশেই যাতে নিয়োগ হয়, সেই ভাবনাই রয়েছে আমাদের।'
পাশাপাশি পিডবলিউসি ইন্ডিয়ার চেয়ারপার্সন সঞ্জীব কৃষ্ণ বলেছেন, শুধু সংস্থার উন্নতিই নয়, ভারতের উন্নয়নও বরাবরই পিডবলিউসি-র লক্ষ্য।
Education Loan Information:
Calculate Education Loan EMI