Rahul Gandhi Education: আজকাল  ভারত-জোড়ো যাত্রা নিয়ে আলোচনায় রয়েছেন রাহুল গাঁধী। এই সফরের মাধ্যমে দেশে ফের কংগ্রেসের রাজনৈতিক শ্রীবৃদ্ধি করতে চাইছেন তিনি। এমনিতেই কংগ্রেসের প্রাক্তন সভাপতির পরিবারের  সম্পর্কে আমরা অনেকেই জানি। তবে রাজনীতির বাইরে রাহুলের  স্কুল বা কলেজ সম্পর্কে বেশিরভাগ দেশবাসী ওয়াকিবহাল নন। জেনে নিন, কোথায় পড়াশোনা শেষ করেছেন সনিয়া তনয় । সেখানে পড়তে কত ফি দিতে হয়।


Rahul Gandhi Education: কোথায় পড়াশোনা করেছেন রাহুল গাঁধী
রাহুল গাঁধী তাঁর প্রাথমিক পড়াশোনা সেন্ট কলম্বাস স্কুল থেকে শেষ করেছেন। রাহুল দীর্ঘদিন এখানে পড়াশোনা করতে না পারলেও নিরাপত্তার কারণে তাকে দেরাদুনে চলে আসতে হয়। দেরাদুনের বিখ্যাত স্কুল 'দ্য দুন স্কুল'-এ তার নাম লেখানো হয়। এই স্কুলে তিনি ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে রাহুল গাঁধীকে আবার দিল্লিতে আনা হয়। তিনি ১৯৮৯ সালে দিল্লির সেন্ট স্টিফেন কলেজে ভর্তি হন। কিন্তু নিরাপত্তার কারণে সেখান থেকে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় তাঁকে।


Rahul Gandhi Education: নিরাপত্তা ছিল বড় কারণ
১৯৯১ সালে রাহুল গাঁধীর বাবা রাজীব গাঁধীকে খুন করা হয়। গোয়েন্দা তথ্য অনুসারে, সেই সময় রাহুল গাঁধী হার্ভার্ডেও নিরাপদ ছিলেন না। এরজন্য তাকে সেখান থেকে ফ্লোরিডার রোলিন্স কলেজে পাঠানো হয়। রাহুল গাঁধী এই কলেজ থেকে আর্টসে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর কেব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে এমফিল ডিগ্রি উত্তীর্ণ হন তিনি।


Rahul Gandhi Education: এসব স্কুল-কলেজে কত ফি নেওয়া হয় ?
রাহুল গাঁধী যে স্কুল ও কলেজগুলিতে পড়াশোনা করেছেন সেখানকার ফি জেনে নিন। প্রথমে কলম্বাস স্কুল থেকে তিনি প্রাথমিকে পড়াশোনা করেন,যে স্কুলের বার্ষিক ফি ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে। যদিও দ্য দুন স্কুলের বার্ষিক ফি প্রায় ১০ লক্ষ টাকা। অন্যদিকে, সেন্ট স্টিফেন কলেজের  কথা যদি বলি, তাহলে এখানে পড়তে হলে বছরে এক লাখ টাকার বেশি ফি দিতে হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন করতে বছরে প্রায় ২২ লক্ষ টাকা খরচ করতে হয়। রোলিন্স কলেজে গ্র্যাজুয়েশনের জন্য প্রায় ২৪ লক্ষ টাকা ফি দিতে হয়। ট্রিনিটি কলেজে এমফিল করতে হলে আপনাকে পাঁচ লাখ টাকা ফি দিতে হবে।


Rahul Gandhi Education: কোথায় পড়াশোনা করেছেন প্রিয়াঙ্কা গাঁধী
প্রিয়াঙ্কা গাঁধী দিল্লির মডার্ন স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা করেছেন। এর পরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক হন । তারপরে এখান থেকে বুদ্ধিস্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি নেন। আধুনিক বিদ্যালয়ে ফি নেওয়ার কথা যদি বলি এখানে প্রতি মাসে প্রায় ১২ হাজার টাকা দিতে হয়। আমরা যদি দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজের ফি নিয়ে কথা বলি, তাহলে এখানে বছরে প্রায় ২০ হাজার টাকা ফি নেওয়া হয়।


আরও পড়ুন : Indian Railway: প্ল্যাটফর্ম টিকিটেও ট্রেনে যাত্রা করতে পারবেন ? জেনে নিন নিয়ম


Education Loan Information:

Calculate Education Loan EMI