Job News: রেলে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন ? বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন ? সেই উৎসাহী যুবক-তরুণদের জন্য এবার বড় সুযোগ (Railway Jobs) নিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে। দক্ষিণ রেলওয়েতে এবার ৩৫০০ পদে নিয়োগ করা হবে শিক্ষানবিশ। মোট ৩৫১৮টি শূন্যপদ রয়েছে দক্ষিণ রেলওয়েতে, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (Job News) সংস্থা। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে। দক্ষিণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট sr.indianrailways.gov.in-এ গিয়ে এই আবেদন করতে হবে উৎসাহী প্রার্থীদের।

দক্ষিণ রেলওয়ের বিভিন্ন ওয়ার্কশপ এবং ইউনিটে এই শিক্ষানবিশ নিয়োগ করা হবে। পেরাম্বুরের ক্যারেজ অ্যান্ড ওয়াগন, পোনদানুরের সেন্ট্রাল ওয়ার্কশপের গোল্ডেন রক অ্যান্ড সিগনাল অ্যান্ড টেলিকম ওয়ার্কশপ ইউনিটে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। সমস্ত ক্ষেত্রে মিলিয়ে মোট ৩৫১৮ পদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে।

পদ ও ট্রেড অনুসারে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের অবশ্যই দশম, দ্বাদশ এবং আইটিআই পাস করে থাকতে হবে। এই আবেদনের জন্য উৎসাহী প্রার্থীদের বয়স হতে হবে ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা বয়সসীমার ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন ফি কত দিতে হবে

এই নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে অনলাইনেই আবেদন করতে হবে। প্রথমে প্রার্থীদের দক্ষিণ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Act Apprentice 2025-26 লেখা বাটনে ক্লিক করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন করে সমস্ত তথ্য যা যা চাওয়া হচ্ছে তা পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে আপনাকে আবার লগইন করতে হবে এবং বাকি তথ্য পূরণ করে ফর্ম জমা দিতে হবে। সাধারণ, ওবিসি বিভাগের প্রার্থীদের আবেদনের ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে আর মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

কত বৃত্তি দেওয়া হবে

শিক্ষানবিশ হিসেবে রেলওয়েতে কাজ করার সময় প্রত্যেককে মাসে নির্দিষ্ট অঙ্কের বৃত্তি দেওয়া হবে। দশম শ্রেণি উত্তীর্ণ ফ্রেশারদের দেওয়া হবে মাসিক ৬০০০ টাকা করে বৃত্তি আর দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ অথবা আইটিআই উত্তীর্ণরা পাবেন মাসিক ৭ হাজার টাকা বৃত্তি।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI