Railway Jobs: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) তাদের অ্যাসিসট্যান্ট লোকো পাইলট (এএলপি) - এর দ্বিতীয় কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি ২) - এর শিডিউল রিভাইজ করেছে। নতুন পরীক্ষা দিন ঘোষণাও করা হয়েছে। আগে পরীক্ষা হওয়ার কথা ছিল ১৯ এবং ২০ মার্চ। তবে আরআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিনক্ষণ বদলে ২ এবং ৬ মে করা হয়েছে। 

কাদের এই পরীক্ষায় এই বসতে হবে, অর্থাৎ এই পরীক্ষা দিতে হবে, জেনে নিন 

  • যাঁদের পরীক্ষা এর আগে ১৯ মার্চ প্রথম শিফটে হওয়ার কথা ছিল তাঁদের পরীক্ষায় বসতে হবে। যাঁরা পরীক্ষা দিয়ে ফেলেছেন তাঁদের বাদ রাখা হবে। 
  • যাঁদের পরীক্ষা ১৯ মার্চ দ্বিতীয় শিফটে ছিল এবং ২০ মার্চ প্রথম শিফটে ছিল, তাঁদের এই নতুন তারিখে পরীক্ষায় বসতে হবে। 

কখন পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে, জেনে নিন বিশদে 

  • যাঁদের পরীক্ষা প্রথম শিফটে তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে সকাল ৭টা ৩০ মিনিটে। 
  • যাঁদের পরীক্ষা দ্বিতীয় শিফটে তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে বেলা ১২টা ৩০ মিনিটে। 

পরীক্ষার ১০ দিন আগে পরীক্ষার্থীরা এক্সাম সিটি নমিনেশন স্লিপ পেয়ে যাবেন। অর্থাৎ জানতে পারবেন কোন কোন শহরে পরীক্ষা হবে। আর পরীক্ষার চারদিন আগে পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড। সম্প্রতি একটি নোটিফিকেশনে আরআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীরা যেন ভরসাযোগ্য তথ্যের জন্য আরআরবি- র অফিশিয়াল ওয়েবসাইটেই চোখ রাখেন। 

RRB ALP CBT 2 পরীক্ষা সংক্রান্ত কিছু খুঁটিনাটি জেনে নিন 

মোট ২ ঘণ্টা ৩০ মিনিটের পরীক্ষা হবে। এই পরীক্ষায় পরীক্ষার্থীদের ১৭৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম পর্বের প্রশ্নপত্রে ১০০টি প্রশ্ন থাকবে এবং ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘণ্টার মধ্যে এই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। দ্বিতীয় পর্যায়েত পরীক্ষায় থাকবে ৭৫টি প্রশ্ন এবং এই পরীক্ষা দিতে হবে ৬০ মিনিট অর্থাৎ এক ঘণ্টার মধ্যে। 

ইংরেজি এবং হিন্দি ছাড়াও ১২টি আঞ্চলিক ভাষায় রেলের এই পরীক্ষা হতে চলেছে। থাকছে নেগেটিভ মার্কিং। একটা ভুল উত্তর দিলে ওই প্রশ্নের মানের এক তৃতীয়াংশ বাদ যাবে। পার্ট এ - এর পরীক্ষায় অসংরক্ষিত শ্রেণি এবং ইকোনমিক উইকার সেকশনের পরীক্ষার্থীদের জন্য ন্যূনতম পাশ শতাংশ ৪০ শতাংশ। অন্যদিকে ওবিসি এবং তফশিলি জাতিদের জন্য ৩০ শতাংশ ও তফশিলি উপজাতির আবেদনকারীদের পেতে হবে ২৫ শতাংশ। 

পার্ট এ - এর পরীক্ষায় পরীক্ষার্থীরা যা নম্বর পাবেন তার ভিত্তিতে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য শর্টলিস্ট করা হবে আবেদনকারীদের। পার্ট বি - এর পরীক্ষায় সমস্ত শ্রেণির পরীক্ষার্থীদের অন্তত ৩৫ শতাংশ নম্বর পেতেই হবে। আরআরবি কর্তৃপক্ষ ৫৬৯৬টি শূন্যপদ অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগ করতে চলেছে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI