নয়াদিল্লি: প্রতীক্ষার দিন শেষ। আজ প্রকাশিত হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের(RRB)নন-টেকনিক্যাল পপুলার ক্যাটিগরিজ(NTPC) কম্পিউটার বেসড পরীক্ষার উত্তরপত্র। রাত ৮টার পর থেকে অনলাইনে এই উত্তরপত্র দেখতে পারবেন আবেদনকারীরা। RRB NTPC Answer Key 2021 দেখতে আবেদনকারীদের rrbcdg.gov.in-এ লগ ইন করতে হবে।
দেশে RRB NTPC-র প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছিল ২৮ ডিসেম্বর ২০২০ থেকে। যা চলে ৩১ জুলাই ২০২০ সাল পর্যন্ত। আবেদনকারীদের মনে রাখতে হবে কথামতো ১৬ অগাস্ট আজ রাত ৮টার পর প্রশ্নের সঙ্গে উত্তরপত্র দেখতে পারবেন চাকরিপ্রার্থীরা। সেই কারণে ইতিমধ্যেই RRB-র অফিশিয়াল ওয়েবসাইটে একটি নির্দিষ্ট লিঙ্ক দেওয়া হয়েছে। আগামী ২৩ অগাস্ট রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে এই লিঙ্ক।
উত্তরপত্র নিয়ে কোনও ধরনের আপত্তি থাকলে নিজেদের বক্তব্য রাখার সুযোগ থাকবে চাকরিপ্রার্থীদের। সেই ক্ষেত্রে আগামী ১৮ অগাস্ট রাত আটটা থেকে এই Answer Key চ্যালেঞ্জ জানাতে পারবেন সবাই। তবে এই ক্ষেত্রেও নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয়েছে আবেদনকারীদের। আগামী ২৩ অগাস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্তই এই চ্যালেঞ্জ জানাতে পারবেন তারা।
RRB NTPC-র আবেদনকারীদের উত্তরপত্র নিয়ে কোনও আপত্তি থাকলে টাকা জমা দিয়ে নিজেদের অবজেকশন জানাতে হবে। ১৮ অগাস্ট রাত ৮টা থেকে নেওয়া হবে এই পেমেন্ট। আগামী ২৩ অগাস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা নেওয়া হবে। কোনও একটি প্রশ্ন নিয়ে আপত্তি তুলতে ৫০টাকা ছাড়াও ব্যাঙ্ক চার্জ দিতে হবে পরীক্ষার্থীদের। এই অনলাইন পেমেন্ট করতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে। নীচে সেই নিয়মগুলি দেওয়া হল।
১ সব ব্যঙ্কের রুপে ডেবিট কার্ডে টাকা জমা দিতে পারবে পরীক্ষার্থীরা।
২ এই কাজ করতে SBI/VISA/Master debit card-কে ছাড়পত্র দেওয়া হয়েছে ।
৩ তবে অন্য ব্যাঙ্কের VISA/Master debit card-এর মাধ্যমে টাকা জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।
এই বিষয়ে বিশদে জানতে RRB-র অফিশিয়াল ওয়োবসাইটে লগ ইন করতে হবে চাকরিপ্রার্থীদের।
Education Loan Information:
Calculate Education Loan EMI