RBI Grade B Recruitment: কর্মী নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। গ্রেড বি অফিসার (Grade B Officer) পদে নিয়োগ করা হবে। ২৬ এপ্রিল এই নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ৯ মে থেকে। এই প্রক্রিয়া চলবে ৯ জুন পর্যন্ত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। তিনটি পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে অনলাইনে পরীক্ষা হবে। যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের বেছে নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের জন্য। চূড়ান্ত পর্যায়ে কর্মী বেছে নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা এবং তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে। ফর্ম ফিলআপের সময় যাবতীয় প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি দিতে হবে উল্লেখ্যযোগ্য নথি। এর সঙ্গে দিতে হবে ফি অর্থাৎ টাকা যা নন-রিফান্ডেবল, অর্থাৎ ফেরতযোগ্য নয়। জেনারেল এবং ওবিসি ক্যাটেগরির ক্ষেত্রে ফর্মের ফি ৮৫০ টাকা। তফশিলি জাতি, উপজাতি এবং শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম তাঁদের জন্য ১০০ টাকা ফর্মের ফি ধার্য হয়েছে। ৯ জুনের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের।
বেতন কত হতে পারে
রিজার্ভ ব্যাঙ্কের গ্রেড বি অফিসার র্যাঙ্কে চাকরি পেলে বেসিক পে ৫৫ হাজার টাকার বেশি হতে পারে। ৬ বার এই পরীক্ষা দেওয়া যাবে।
পরীক্ষার দিনক্ষণ, গুরুত্বপূর্ণ তারিখ
- RBI Grade B Phase-I Exam Date 2023- ৯ এবং ১৬ জুলাই
- RBI Grade B Phase-II Exam Date 2023- ৩০ জুলাই, ১৯ অগস্ট, ২ সেপ্টেম্বর
কোথায় কত শূন্যপদ
- Officers in Grade ‘B’ (DR)–(General) ২২২
- Officers in Grade ‘B’ (DR)–DEPR- ৩৮
- Officers in Grade ‘B’ (DR)–DSIM- ৩১
বয়স সীমা
RBI Grade B exam 2023 দেওয়ার জন্য প্রার্থীকে ২১ থেকে ৩০ বছর বয়সীর মধ্যে হতে হবে। যাঁরা এমফিল বা পিএইচডি করছেন তাঁদের ক্ষেত্রে বয়সীমা বাড়তে ৩২ থেকে ৩৪ বছর করা হয়েছে। সংরক্ষিত আসনের আওতায় থাকা প্রার্থীরা বয়সসীমায় বেশ কিছুটা ছাড় পাবেন। এই বিষয়ে বিশদে জানা যাবে রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট থেকে। সারা ভারত জুড়ে হবে এই পরীক্ষা। তিনটি পর্যায়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ইন্টারভিউ অর্থাৎ শেষ পর্যায়ের বাছাই প্রক্রিয়া কবে হবে এবং চূড়ান্ত ফলপ্রকাশ কবে হবে সেই ব্যাপারে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন- সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টটিউটে নিয়োগের বিজ্ঞপ্তি , এই পদগুলিতে হচ্ছে নিয়োগ
Education Loan Information:
Calculate Education Loan EMI