বেঙ্গালুরু:  আগের ম্য়াচে অর্ধশতরান হাঁকিয়ে জানান দিয়েছিলেন নিজের উপস্থিতির।  রয়ের অর্ধশতরান, রানার-রিঙ্কু মারমুখি ব্য়াটিং, আরসিবিকে ২০১ রানের লক্ষ্য়মাত্রা দিল কেকেআর (Kolkata Knight Riders)। সিএসকের বিরুদ্ধে ম্যাচে দলকে জেতাতে পারেননি। এদিন অবশ্য ওপেনে নেমে দলকে বেশ ভাল জায়গা পৌঁছে দিলেন জেসন রয় (Jason Roy)। হাঁকালেন আবার আরেও একটি অর্ধশতরান। ২২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন এদিন ইংল্যান্ডের তারকা ব্যাটার। রান পেলেন নারায়ণ জগদীশান, নীতিশ রানা, বেঙ্কটেশ আইয়ার। নির্ধারিত ২০ ওভারে বোর্ডে ৫ উইকেট হারিয়ে ২০০ রান তুলে নিল কেকেআর।


গত কয়েকটি ম্যাচ ধরে আরসিবির নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। এদিন টস জিতে ঘরের মাঠ চিন্নাস্বামীতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ওপেনে নেমেছিলেন জেসন রয় ও নায়ারণ জগদীশান। শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং করছিলেন ইংল্যান্ড তারকা। ষষ্ঠ ওভারে শাহবাজ আহমেদকে চারটে ছক্কা হাঁকান তিনি। মাত্র ২২ বলে অর্ধশতরান পূরণ করেন রয়। এরপর যদিও বেশিক্ষণ ক্রিজে সেট থাকতে পারেননি ডানহাতি এই ব্য়াটার। ২৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন তিনি। জগদীশান ২৭ রান করেন। বেঙ্কটেশ আইয়ার ২৬ বলে ৩১ রানের ইনিংস খেলেন। তবে অধিনায়ক নীতিশ রানা দ্রুত রান তোলেন। ২১ বলে ৪৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন তিনি। নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান রানা। আন্দ্রে রাসেল যদিও এদিনও ব্যর্থ হন। তিনি মাত্র ১ রান করে আউট হয়ে যান। 


লোয়ার অর্ডারে ডেভিড উইজ ও রিঙ্কু সিংহ মিলে দলের স্কোর দুশোর গণ্ডি ছুঁয়ে ফেলতে সাহায্য করেন। রিঙ্কু চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি এদিনও ১০ বলে ১৮ রানের ইনিংস খেলেন। অন্যদিকে উইজ ৩ বলে ২টো ছক্কা হাঁকিয়ে ১২ রানের ইনিংস খেলেন। আইপিএলে আরসিবি বনাম কেকেআর দ্বৈরথ মানেই টানটান লড়াই। যদিও মুখোমুখি সাক্ষাতে অনেকটাই এগিয়ে কেকেআর। পরিসংখ্যান বলছে,  আইপিএলে এখনও পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে কেকেআর ও আরসিবি। তার মধ্যে ১৭ ম্যাচে জিতেছে কেকেআর। ১৪টি ম্যাচে জিতেছে আরসিবি। এবারের আইপিএলের প্রথম সাক্ষাতে ইডেনে ৮১ রানে আরসিবিকে হারিয়েছিল কেকেআর। চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিসংখ্যানেও এগিয়ে কেকেআর। এই মাঠে মোট ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। কেকেআর জিতেছে ৬টি ম্যাচ।