নয়াদিল্লি: জুনিয়র ইঞ্জিনিয়ারদের ফাইনাল রেজাল্ট প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই স্কোরকার্ড দেওয়া হয়েছে। RBI JE 2021 Result-এর নিরিখে Reserve Bank of India-র সব শাখায় নিয়োগ করা হবে। ওয়েবসাইটেই বাছাই চাকরিপ্রার্থীর নাম দিয়ে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
অফিশিয়াল ওয়েবসাইটে RBI JE 2021 Result
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অনলাইন টেস্ট, ল্যাঙ্গোয়েজ প্রফিশিয়েনসি টেস্ট ছাড়াও পরিচয় যাচাই পর্বের পরই চাকরিপ্রার্থীদের নাম rbi.org.in-এ প্রকাশ করা হয়েছে।East/West/North/Central Zone-এ এই চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।
কীভাবে ডাউনলোড করবেন রেজাল্ট (How and Where to Download RBI JE 2021 Result?)
১ প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল পেজ rbi.org.in-এ লগ ইন করুন।
২ দ্বিতীয় পর্যায়ে এবার‘Recruitment for the post-Junior Engineer (Civil/ Electrical)-PY-2019-এ ক্লিক করুন। এখানেই পরীক্ষায় উত্তীর্ণ সব জোনের চাকরিপ্রার্থীদের রোল নম্বর নিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে।
৩ ওই তথ্যে ক্লিক করতেই একটা অন্য পেজ খুলে যাবে।
৪ এখানে বাছাই চাকরিপ্রার্থীদের নামে ক্লিক করুন।
৫ শেষে RBI JE 2021 Result ডাউনলোড করুন।
গত ফেব্রুয়ারি মাসে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেকট্রিক্যাল) নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সব মিলিয়ে ৪৮টি শূন্যস্থান পূরণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার মধ্যে ২৪টি পদ ছিল জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য (সিভিল), এবং বাদ বাকি ২৪টি জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদের জন্য নোটিফিকেশন জারি করে আরবিআই।
এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরীক্ষা নেওয়া হয় ২০২১-এর ৮ মার্চ। পরবর্তীকালে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নম্বর প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেকট্রিক্যাল)প্যানেল ২০১৯ -এ নিয়োগের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। দেশের রিজার্ভ ব্যাঙ্কের হাতেই আর্থিক নীতি নির্ধারণের চাবিকাঠি। স্বাভাবিকভাবেই ব্যাঙ্কিং সেক্টরে কেন্দ্রীয় ব্যাঙ্কে চাকরি একটা সম্মানীয় কাজ। তাই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই বহু চাকরিপ্রার্থী এই পরীক্ষায় বসার আবেদন করেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI