কলকাতা: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) গোটা দেশজুড়ে নিয়োগ করছে নিরাপত্তারক্ষী। যে তালিকায় রয়েছে কলকাতাও। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের হাতে অবশ্য আর বেশি সময় নেই। আর মাত্র দুদিন খোলা থাকবে আবেদনের জানলা।
১২ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন। গোটা দেশজুড়ে মোট নিয়োগ হবে ২৪১ জন নিরাপত্তারক্ষী। কলকাতায় নিয়োগ হবেন ১৫ জন। আবেদন করতে হবে rbi.org.in -তে।
পরীক্ষা হবে ১০০ নম্বরের। রিজনিং ৪০, জেনারেল ইংলিশ ৩০ ও নিউমেরিকাল এবিলিটিতে থাকবে ৩০ করে নম্বর। মাধ্যমিক পাশ বা সেই সমতুল্য কেউ বসতে পারবেন পরীক্ষায়। জেনারেলদের ক্ষেত্রে ২৫ বছর এই পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়স। ওবিসি ও এস-এটিদের ক্ষেত্রে যা যথাক্রমে ২৮ ও ৩০ বছর। অনলাইন পরীক্ষায় পাশ করলে সেক্ষেত্রে শারীরিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন আবেদনকারীরা। যেখানে উত্তীর্ণ হলে তবেই মিলবে নিরাপত্তারক্ষীর কাজ।
একনজরে আবেদনের খুঁটিনাটি
১২ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন।
গোটা দেশজুড়ে মোট নিয়োগ হবে ২৪১ জন নিরাপত্তারক্ষী।
কলকাতায় নিয়োগ হবেন ১৫ জন।
আবেদন করতে হবে rbi.org.in -তে
পরীক্ষা -১০০ নম্বরের
রিজনিং ৪০ নম্বর,
জেনারেল ইংলিশ ৩০ নম্বর,
ও নিউমেরিকাল এবিলিটি ৩০ নম্বর।
যোগ্যতা-মাধ্যমিক পাশ বা সমতুল্য
সর্বোচ্চ বয়স-২৫
(ওবিসি-২৮ বছর
এসসি-৩০ বছর
এসটি-৩০ বছর)
অনলাইন লিখিত পরীক্ষায় পাশ করলে দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা।
মোট নিরাপত্তারক্ষী নেওয়া হবে-২৪১
(জেনারেল-১১৩
ওবিসি-৪৫
ইডবলিউএস-১৮
এসসি-৩২
এসটি-৩৩)
বিশেষ দ্রষ্টব্য: চাকরি সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তির দিকে সবসময় নজর রাখুন। সরকারি ওয়েবসাইট ফলো করুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI