AAI Recruitment: ভারতের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দেশের তরুণদের জন্য একটি বিরাট সুযোগ নিয়ে এসেছে । যে সমস্ত তরুণরা সিভিল অ্যাভিয়েশন সেক্টরে (AAI Recruitment) নিজেদের পেশা গড়ে নিতে চাইছেন তাদের জন্য বড় সুযোগ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া শিক্ষানবিশ নিয়োগ করবে। আর এই শিক্ষানবিশির মাধ্যমে এক বছর এই সংস্থায় কাজ (AAI Recruitment) করতে পারবেন নির্বাচিত তরুণরা। এর মাধ্যমে অ্যাভিয়েশন সেক্টরের সমস্ত বিস্তৃত প্রযুক্তিগত তথ্য ও প্রক্রিয়া জানানো হবে প্রার্থীদের যাতে পরে এই সেক্টরে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে তারা। ২০ নভেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের এই শিক্ষানবিশির জন্য আবেদন করতে হবে।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বক্তব্য অনুসারে এই সংস্থায় মোট ৯০টি পদে নেওয়া হবে শিক্ষানবিশ। এক্ষেত্রে পৃথক পৃথক স্ট্রিমের পৃথক পদ রয়েছে। এই ৯০টি পদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ১৭ জন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে ২০ জন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে ১৫ জন, ৮ জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ৫ জন ফিটার, ১০ জন মেকানিক্যাল মোটর ভেহিকল, ১০ জন ইলেকট্রিশিয়ান এবং ৫ জন ড্রাফটসম্যান নেওয়া হবে।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বক্তব্য অনুসারে মূলত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপরে এই শিক্ষানবিশির সুযোগ দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা নিয়মিত ৪ বছরের স্নাতক ডিগ্রি কোর্স, ৩ বছরের ডিপ্লোমা কিংবা আইটিআই শংসাপত্র লাভ করেছেন, তারা এই শিক্ষানবিশির সুযোগ পাবেন। আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশের প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
স্নাতক প্রার্থীরা নির্বাচিত হওয়ার পরে এই সংস্থা থেকে প্রশিক্ষণের সময়ে মাসে ১৫ হাজার টাকা বৃত্তি পাবেন। টেকনিক্যাল ডিপ্লোমা থাকলে বৃত্তি পাবেন মাসে ১২ হাজার টাকা আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে আপনি মাসে ৯ হাজার টাকা বৃত্তি পাবেন। ২০২১ বা তার পরে স্নাতক উত্তীর্ণ হয়েছেন এমন প্রার্থীরাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। আর আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।
এর আগে এই বছরের শুরুতে জানুয়ারি মাসেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ৮৫টি পদের জন্য শিক্ষানবিশির সুযোগ দিয়েছিল দেশের তরুণদের। সেখানেও ছিল বিভিন্ন পদে কাজের সুযোগ।
আরও পড়ুন: CBSE Board Exam 2025: দশম-দ্বাদশের সিলেবাস বদলাচ্ছে ? জল্পনা থামিয়ে কী জানাল CBSE ?
Education Loan Information:
Calculate Education Loan EMI