Bank of Baroda Recruitment: ব্যাঙ্কে চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বড় সুযোগ। লিখিত পরীক্ষা ছাড়াই মিলবে চাকরির সুযোগ। ৩৩০ জন অফিসার পদের জন্য নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা। এর মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট্ ইত্যাদি পদ। বিগত ৩০ জুলাই তারিখেই এই সমস্ত পদের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছিল। আগামী ১৯ অগাস্ট পর্যন্ত এই পদের জন্য বলা ভাল এই নিয়োগের জন্য আবেদন করা যাবে। ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটেই এই আবেদন করতে পারবেন আগ্রহী আবেদনকারী প্রার্থীরা।

কী যোগ্যতা লাগবে

সরকারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী আবেদনকারী প্রার্থীর। কেরানি পদে বা ছয় মাসের কম কাজ করে থাকলে তাকে বৈধ অভিজ্ঞতা বলে মান্য করা হবে না।

আবেদনের ফি

অসংরক্ষিত, ওবিসি, ইডব্লিউএস ইত্যাদি শ্রেণির প্রার্থীদের জন্য এই আবেদনের ক্ষেত্রে ৮৫০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। আর বাকি সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ১৭৫ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

প্রথম পর্বে প্রার্থীদের যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে তালিকাভুক্ত করা হবে প্রার্থীদের। তারপরে ব্যক্তিগত ইন্টারভিউ বা অন্যান্য মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে চূড়ান্ত যোগ্যতার ভিত্তিতে পিআই স্কোর নির্ধারণ করা হবে। বয়স্ক প্রার্থীদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

চুক্তির মেয়াদ

তবে এই চাকরির জন্য নির্বাচিত প্রার্থীরা ন্যূনতম ৫ বছরের চুক্তির ভিত্তিতে নির্বাচিত হবেন। এই চুক্তির মেয়াদ সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বর্ধিত করা হতে পারে। অন্যদিকে প্রার্থীর বয়স ৬০ হয়ে গেলে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

কীভাবে আবেদন করবেন

ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in –এ যেতে হবে প্রথমে।

এই ওয়েবসাইটের Careers সেকশনে গিয়ে ক্লিক করতে হবে Current Opportunities অপশনে।

নির্দিষ্ট পদ নির্বাচন করে কিক করতে হবে Apply Now বাটনে।

আপনার সমস্ত বিস্তারিত তথ্যাদি পূরণ করুন, নথি আপলোড করুন এবং আবেদনের ফি জমা করুন।

অ্যাকনলেজমেন্ট নম্বর সেভ করে রাখুন এবং ভবিষ্যতের জন্য আবেদনের ফর্মটি ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে রাখুন।

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে প্রার্থীদের।


Education Loan Information:

Calculate Education Loan EMI