BAS Jobs: বহু প্রার্থী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, সেই জন্য পড়াশোনাও করে থাকেন। তাদের জন্য এবারে বড় সুযোগ নিয়ে এল ভারতীয় বিমান পরিষেবা সংস্থা। কাস্টমার সার্ভিস এজেন্ট পদের জন্য (Job News) নিয়োগ করবে এই সংস্থা। বিমানবন্দরের জন্য মালবাহক বা হাউজকিপিং পদের জন্যও লোক নেওয়া হবে। মোট ৩৫০০টি পদে চাকরির সুযোগ (Recruitment News) রয়েছে এখানে। আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা (BAS Jobs) আগামী ৩১ অক্টোবরের মধ্যেই এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে করতে হবে এই আবেদন সংস্থার ওয়েবসাইট থেকে।


নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা তাতে দেখা যাচ্ছে ৩৫০৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে প্রার্থীদের। এর মধ্যে মূলত তিন ধরনের পদ আছে – কাস্টমার সার্ভিস এজেন্ট, মালবাহক এবং হাউজকিপিং। দ্বাদশ উত্তীর্ণ হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আপনি।


এই সংস্থায় নিয়োগ পেতে গেলে কী যোগ্যতা লাগবে ? কোনও স্বীকৃত বোর্ড থেকে প্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমার কথা বলতে গেলে প্রার্থীর বয়স যেন কখনই ১৮ থেকে ২৮ বছরের বেশি না হয়। ৩ বছরের বয়সে ছাড় পাবেন ওবিসি প্রার্থীরা এবং এসসি ও এসটি প্রার্থীরা পাবেন ৫ বছরের বয়সে ছাড়ের সুযোগ।


এই সংস্থায় আবেদনের জন্য জিএসটি সহ ৩৮০ টাকা জমা করতে হবে আবেদন ফি হিসেবে। একইসঙ্গে লোডার বা হাউজকিপিং পদের জন্য আবেদন করতে হলে ৩৪০ টাকা আবেদনের ফি লাগবে। কীভাবে হবে প্রার্থী নির্বাচন ? দ্বাদশ উত্তীর্ণ আবেদনকারী প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে, তারপর হবে ইন্টারভিউ। বিমান সংস্থায় যারা নিজেদের পেশা গড়ে তুলতে চান, তাদের জন্য এটি বড় সুযোগ।


এখানে আবেদনের জন্য প্রথমেই আপনাকে যেতে হবে BAS-এর অফিসিয়াল ওয়েবসাইটে। bharatiyaaviation.in সাইটে গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলেই আবেদন করা যাবে। রেজিস্ট্রেশন করার পর নিজেদের সব তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Success Story: রাস্তায় ভিক্ষা করতেন, আস্তাকুঁড়ের উচ্ছিষ্টে মিটত খিদে- দারিদ্র্য সয়েও আজ সফল চিকিৎসক এই তরুণী


Education Loan Information:

Calculate Education Loan EMI