Job News: ভারত পেট্রোলিয়াম সংস্থায় চাকরির সুযোগ। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় চলছে নিয়োগ। জুনিয়র এক্সিকিউটিভ এবং সেক্রেটারি পদের (Job News) জন্যই মূলত এই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তি। আবেদন (BPCL Jobs 2025) করা যাবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। যোগ্য আগ্রহী প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.bharatpetroleum.in দেখে বিস্তারিত যোগ্যতার মাপকাঠি জেনে তারপরেই আবেদন করবেন।
কী কী যোগ্যতা দরকার এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে
জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য: জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে আবশ্যিকভাবে রসায়নে বিএসসি ডিগ্রি পেয়ে থাকতে হবে। অর্গানিক, ফিজিক্যাল, ইন-অর্গানিক বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে স্পেশালাইজেশন থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সাধারণ অসংরক্ষিত প্রার্থীদের ৬০ শতাংশ এবং বাকি সংরক্ষিত প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর পেতে হবে স্নাতক স্তরে।
শুধু তাই নয়, প্রার্থীর যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা করা থাকে ৬০ শতাংশ নম্বর নিয়ে তাহলেও সে এই পদের জন্য আবেদন করতে পারবে। পেট্রোলিয়াম, অয়েল, গ্যাস সেক্টরে প্রার্থীর ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সেক্রেটারি পদের জন্য: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীকে ৭০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে, দ্বাদশ ও দশম শ্রেণিতে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকতে হবে প্রার্থীর। এছাড়া প্রার্থীর ন্যূনতম ৬ মাসের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারিয়াল, অ্যাসিস্ট্যান্ট, অফিস ম্যানেজমেন্ট ইত্যাদি কোর্সে ডিপ্লোমা থাকতে হবে। আর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
আগ্রহী আবেদনকারী প্রার্থীদের বয়স যেন কোনোভাবেই ২৯ বছরের বেশি না হয়। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি আইন মেনে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আবেদনের ফি
প্রার্থীদের এই পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনের ফি হিসেবে জমা করতে হবে ১১৮০ টাকা। তবে সংরক্ষিত প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।
নির্বাচন কীভাবে হবে
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের অনেকগুলি ধাপ রয়েছে। আবেদন বাছাই, কম্পিউটার বেসড পরীক্ষা, ডিসকাশন, গ্রুপ ওয়ার্ক, ব্যক্তিগত ইন্টারভিউ ইত্যাদি।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন: Fixed Deposit: রেপো রেট কমতেই FD-তে সুদের হার কমাল এই ব্যাঙ্ক, এখন কত রিটার্ন মিলবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI