DoT Jobs: ভারতের টেলিকমিউনিকেশন দফতরের পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি টিইএস গ্রুপ বি-এর অধীনে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার (DoT Jobs) পদের জন্য। যে সমস্ত প্রার্থী এই কাজের জন্য আগ্রহী এবং যথাযথ যোগ্যতাসম্পন্ন তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই চাকরির বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন এবং আবেদন (Recruitment News) করতে পারেন। এখনও চলছে এই পদের জন্য আবেদন। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এই নিয়োগের জন্য। দেখে নিন কতগুলি শূন্যপদ রয়েছে এবং কী যোগ্যতা লাগবে, তার বিস্তারিত বিবরণ।
শূন্যপদ
ভারতের কেন্দ্রীয় টেলিকম বিভাগে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদের জন্য মোট ৪৮ জনকে নেওয়া হবে। বিভিন্ন স্থানের জন্য এই নিয়োগ করা হবে। সবথেকে বেশি নিয়োগ করা হবে দিল্লিতে, শূন্যপদ আছে মোট ২২টি। এছাড়া আমেদাবাদ এবং শিলং-এ শূন্যপদ রয়েছে ৩টি করে। সেখানে কলকাতা এবং মুম্বইতে এই সংস্থার নিয়োগ হবে মাত্র ৪টি করে শূন্যপদের জন্য। জম্মু, মীরাট, নাগপুর, শিমলা প্রত্যেক জায়গায় ২টি করে শূন্যপদ রয়েছে টেলিকম বিভাগের পক্ষ থেকে। আর সবশেষে গ্যাংটক, এর্নাকুলাম, গুয়াহাটি, সেকেন্দ্রাবাদে ১টি করে শূন্যপদ রয়েছে।
বয়সসীমা ও যোগ্যতা
ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স ইত্যাদি যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা করা থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। আর অন্যদিকে এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর।
বেতন এবং নির্বাচনের পদ্ধতি
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার এই নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। মেধাতালিকা অনুসারে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, এই পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমেই করা হবে এই নিয়োগ।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI